ফের বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Fuel Price Hiked)। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং টাকার দাম ক্রমশ পড়তে থাকা - এই দুই ব্যাপারের ফলেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ছিল 80.50 টাকা। অপরদিকে, প্রতি লিটারে ডিজেলের দাম 10 পয়সা বৃদ্ধি পেয়ে হল 72.61 টাকা। প্রায় এক সপ্তাহ ধরে পেট্রোপণ্যের দাম এভাবেই নিয়ম করে বেড়েই চলেছে। মুম্বাই, চেন্নাই এবং কলকাতাতে প্রতি লিটারে পেট্রোলের দাম হল যথাক্রমে 87.89 টাকা, 83.54 টাকা এবং 83.39 টাকা।
অন্যদিকে, এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম 71 টাকার ওপরেই রইল। গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য ছিল 71.73 টাকা।
শুধুমাত্র টাকার দামই নয়, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বেড়ে যাওয়ার প্রভাবও সরাসরি পড়ছে ভারতের অর্থনীতির ওপরে।
ডিজেলের দাম গতকাল মুম্বাই, চেন্নাই ও কলকাতাতে প্রতি লিটারে ছিল যথাক্রমে 77.09 টাকা, 76.75 টাকা এবং 75.46 টাকা।
চলতি বছরের শুরুতে দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ছিল 69.97 টাকা এবং প্রতি লিটারে ডিজেলের দাম ছিল 59.70 টাকা।
ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube