পোল অফ পোলস থেকে জানা গিয়েছে ৫৪৩টির মধ্যে ৩০২ টি আসনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ।
জানুন ১০ টি তথ্য:
সকাল ১০টার সময় সেনসেক্স (Sensex) ওঠে ৮৪৫.৩৩ পয়েন্ট। ওই সময় নিফটি (Nifty) ওঠে ২৪৬. ৫০ পয়েন্ট।
ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স, আল্ট্রাটেক সিমেন্ট,টাটা স্টিল থেকে শুরু করে স্টেট ব্যাঙ্কের মতো সংস্থার ফল ভাল হয়।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসিও ইতিবাচক ফল করেছে।
বাজার এতটা ওঠার নেপথ্যে বুথ ফেরত সমীক্ষার ভূমিকা রয়েছে বলে মনে করছেন বেশ কয়েকজন অর্থনীতি বিদ।
আইডিবিআই ক্যাপিটালের এ ডি প্রভাকর এনডিটিভিকে জানিয়েছেন এই প্রবণতা দীর্ঘ দিন থাকবে এমনটা ভাবার কোনও কারণ নেই।
পোল অফ পোলস থেকে জানা গিয়েছে ৫৪৩টির মধ্যে ৩০২ টি আসনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ।
প্রভাকর মনে করে সরকার স্থিতিশীল হওয়া বাজারের দিক থেকে ভাল।
গত সপ্তাহে জাপানের শেয়ায় পড়েছিল ৩ শতাংশ। আজ উঠেছে ০.৬ শতাংশ।
ওয়াল স্ট্রিটে শেয়ার শুক্রবার পড়েছিল বেশ কিছুটা।
নিফটি বেড়েছে ১.১৪ শতাংশ।