
বুধবারের সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী।
কর্মী ও ব্যবসায়ীদের জন্য আগামী তিন মাস ১২ শতাংশের জায়গায় ১০ শতাংশ ইপিএফ (EPF) কাটা হবে। তবে রাজ্য সরকারের সংস্থাগুলির ক্ষেত্রে ১২ শতাংশই কাটা হবে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছেন। সরকার এমএসএমই-র কর্মীদের ক্ষেত্রে তাদের ইপিএফ কেন্দ্রীয় সরকারই দেবে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন। পরবর্তী তিন মাসও সরকার ব্যবসায়ী ও কর্মীদের ইপিএফ-এর ব্যাপারে সাহায্য করবে। এর জন্য খরচ হবে আড়াই হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘‘পরবর্তী দু'টি ত্রৈমাসিকের এপিএফ সরকার দেবে সেই সব সংস্থাকে যেখানে সর্বোচ্চ ১০০ কর্মী কাজ করেন এবং ৯০ শতাংশ কর্মীকে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।''
কেন্দ্রীয় সরকার কর্মী ও নিয়োগকারী উভয়ের তরফে ১২ শতাংশ করে ইপিএফ দিয়ে দিয়েছে মার্চ, এপ্রিল ও মে মাসের জন্য। এটা দেওয়া হবে পরবর্তী তিন মাস জুন, জুলাই ও আগস্টের জন্যও।
৩ মাসের জন্য কর্মীদের হাতে থাকা বেতনের পরিমাণ বাড়ানো, নিয়োগকারীদের পিএফ, ইপিএফ-এর অবদান দেওয়ার মাধ্যমে স্বস্তি দিতে চাইছে ব্যবসায়ী ও কর্মীদের। এর ফলে সর্বমোট খরচ হবে ৬,৭৫০ কোটি টাকা।