नई दिल्ली:
নতুন দিল্লী: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি বলেছেন যে, দিল্লী ও মুম্বাইকে সংযুক্ত করার জন্য নতুন এক্সপ্রেস হাইওয়ের নির্মাণ করা হবে. এই হাইওয়ে নির্মাণের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকা খরচ হবে. এই হাইওয়ে তৈরী হয়ে গেলে 24 ঘন্টার বদলে মাত্র 12 ঘন্টাতেই দিল্লী থেকে মুম্বাই পৌঁছে যাওয়া যাবে. পরিবহন মন্ত্রী চম্বল এক্সপ্রেসওয়ে নির্মাণের ব্যাপারেও সাধারণ জনতাকে অবগত করেছেন. এই এক্সপ্রেসওয়ে দিল্লী-মুম্বাই এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করবে. চম্বল এক্সপ্রেসওয়ের জন্য মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্য গুলির সুবিধা হবে.
বলা হচ্ছে যে , এক্সপ্রেসওয়ে গড়ে ওঠার পরে দিল্লী থেকে মুম্বাইয়ে দুরত্ব 1450 কিমি. থেকে কমে 1250 কিমি. হয়ে যাবে. যার ফলে যাত্রী গন মাত্র 12 ঘন্টাতেই দিল্লী থেকে মুম্বাই পৌঁছাতে সক্ষম হবে. বর্তমানে সড়ক পথে দিল্লী থেকে মুম্বাই যেতে গেলে 24 ঘন্টা সময় লেগে যায়.
গড়করি জানিয়েছেন যে, ডিসেম্বর মাস থেকেএই কাজ শুরু হয়ে যাবে, আর আগামী তিন বছরের মধ্যে এই রাস্তা তৈরী হয়ে যাবে. এই এক্সপ্রেসওয়ে গুরগাঁওর রাজীব চক থেকে শুরু হবে. গুরগাঁও থেকে দিল্লী হয়ে এই এক্সপ্রেসওয়ে আলবার, মাধোপুর, বডোদরা হয়ে মুম্বইতে পৌঁছে যাবে.