
তিন বছর পর পুনর্বহাল সাইরাস মিস্ত্রি।
এখানে রইল ৫'টি তথ্য:
‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল' বা এনসিএলটি এবছরের জুলাই মাসে সাইরাস্ মিস্ত্রির আবেদন নাকচ করে দেয়। তিনি চেয়ারম্যান হিসেবে তাঁকে সরিয়ে দেওয়াকে চ্যালেঞ্জ করে আবেদন করেন আদালতে।
এনসিএলটি-র মুম্বই বেঞ্চ জানিয়েছিল টাটা সনস বোর্ডের ক্ষমতা রয়েছে তাঁকে এগজিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরানোর।
সাইরাস মিস্ত্রির দাবি ছিল, তাঁর অপসারণ বোর্ডের অব্যবস্থার জন্য হয়েছে।
সাইরাসের অভিযোগ ছিল ম্যানেজমেন্টের অব্যবস্থা ও সংখ্যালঘু অংশীদারদের চাপের কারণেই তাঁকে অপসারিত হতে হয়েছিল।
টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে আচমকাই সাইরাসকে সরিয়ে রতন টাটাকে অন্তর্বর্তী চেয়ারম্যানের পদে নিয়োগ করা হয়।