নিত্য প্রয়োজনীয় নয় এমন 19 টি জিনিসের উপর কাস্টম ডিউটি বাড়াবার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
হাইলাইটস
- আস মধ্য রাত থেকে কার্যকর নতুন নিয়ম
- ক্যারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি কমানোই লক্ষ্য
- গত বছর 19 টি জিনিস আমদানির খরচ 86,000 কোটি টাকা
নিত্য প্রয়োজনীয় নয় এমন 19 টি জিনিসের উপর কাস্টম ডিউটি বাড়াবার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে আছে টিভি, ফ্রিজ, এসি মেশিন এবং স্পিকার। আজ রাত থেকেই বাড়ছে দাম। কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি কমাতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। 2017-18 অর্থ বর্ষে এই ধরনের জিনিস আমদানি করতে খরচ হয়েছে 86,000 কোটি টাকা। আর তাই বাড়ছে কাস্টম ডিউটি। 10 কিলোগ্রামের চেয়ে কম ওজনের এসি থেকে শুরু করে ফ্রিজের উপর 20 শতাংশ হারে ডিউটি বাড়ছে। স্পিকারের ক্ষেত্রে পরিমাণটা 50 শতাংশ। স্যুটকেস এবং ট্রাভেল ব্যাগের দামও বাড়ছে।
এখন কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি যথেষ্ট বেড়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। অন্যদিকে ডলারের তুলনায় টাকার দাম পড়ছে। এমতাবস্থায় আমদানি করা সামগ্রীর উপর কাস্টম ডিউটি চাপিয়ে কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি কমাতে চায় কেন্দ্রীয় সরকার।