This Article is From Aug 24, 2019

অটো সেক্টরকে চাঙ্গা করতে নতুন গাড়ি কিনবে সরকার: সীতারমন

নির্মলা সীতারমন জানান, গাড়ি শিল্পকে চাঙ্গা করতে সব কেন্দ্রীয় সরকারি দফতরে পুরনো গাড়ির বাতিল করে নতুন গাড়ি কেনার অনুমতি দেওয়া হবে।

অটো সেক্টরকে চাঙ্গা করতে নতুন গাড়ি কিনবে সরকার: সীতারমন

হাইলাইটস

  • মন্দার প্রভাব দেশের অটো সেক্টরে
  • ধুঁকছে অটোমোবাইল সেক্টর, বিক্রি নেই যাত্রীবাহী গাড়ির
  • অটো সেক্টরকে চাঙ্গা করতে নতুন গাড়ি কিনবে সরকার: সীতারমন

ভারতীয় অর্থনীতির বাজার গ্রাস করছে মন্দা। যার প্রভাব ইতি মধ্যেই পড়েছে দেশের অটোমোবাইল সেক্টরে (Auto Sector,)। কমেছে গাড়ি বিক্রির হার। চলছে কর্মী ছাঁটাই। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে অটোমোবাইল কোম্পানিগুলো। শুক্রবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) জানান, গাড়ি শিল্পকে চাঙ্গা করতে পদক্ষেপ করছে সরকার। তার প্রথম ধাপ হিসাবে সব কেন্দ্রীয় সরকারি (Replacing Old Vehicles) দফতরে পুরনো গাড়ির বাতিল করে নতুন গাড়ি কেনার অনুমতি দেওয়া হবে। গত পাঁচ বছরে ভারতীয় অর্থনীতির হার নিম্নমুখী। ক্রমশ বাড়ছে বেকারত্ব। যা পরিবর্তনে সরকারের বিশেষ পদক্ষেপ বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সদ্য সমাপ্ত জুলাইতে যাত্রীবহনকারী গাড়ি বিক্রির সংখ্যা গত দু'দশকের মধ্যে সবচেয়ে কম। কর্মী সংঙ্কোচনের পাশাপাশি বন্ধ হচ্ছে গাড়ির আউটলেটগুলোও।  

অটোমোবাইল সেক্টরের পরিস্থিতি সচল করতে সরকার দ্রুত একটি প্যাকেজ আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইতিমধ্যেই প্যাকেজের জন্য দাবি জানিয়েছে অটোমোবাইল সেক্টর। ওই প্যাকেজ পেলে গাড়ি বাজারে ধ্বস টেকানো যাবে বলে মনে করছে তারা।

‘End of Life' নীতি গ্রহণ করলে মানুষকে পুরনোর বদলে নতুন গাড়ি কিনতে উৎসাহ দেওয়া যাবে। সরকার এই নীতি রূপায়ণে পাশে থাকলে দেশবাসী এগিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

গাড়ি শিল্পের উন্নয়নে ব্যাঙ্কগুলোকেও স্বল্প হারে সুদ প্রদানের কথা উল্লেখ করেন সীতারমন।

.