This Article is From Jul 09, 2019

'কখনও তো বাড়ির খাবার খাও'! বাড়ির রান্না খাওয়ার পরামর্শ কেন দিল জোমাটো?

কখনও কখনও বাড়ির খাবারও খাওয়া উচিত! জোমাটোর এই পরামর্শে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা।

'কখনও তো বাড়ির খাবার খাও'! বাড়ির রান্না খাওয়ার পরামর্শ কেন দিল জোমাটো?

জোমাটোর ভাইরাল টুইটার ভরে গিয়েছে নানা মন্তব্যে

কখনও কখনও বাড়ির খাবারও খাওয়া উচিত! জোমাটোর (Zomato) এই পরামর্শে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা (netizens)। জোমাটোর মতো খাবার ডেলিভারি সংস্থা (food delivery platform) যদি এই পরামর্শ দেয়, তাহলে এর থেকে মজার আর কী হতে পারে? বিশ্বাস না হলে আপনিও দেখতে পারেন এই টুইট। সংস্থার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে বুধবারে এই টুইট নাকি করা হয়েছে ক্রেতার মুখ এবং মন দুই-ই বদলানোর জন্য! অর্থাৎ, রোজ হোম ডেলিভারির খাবার না খেয়ে যদি মাঝেমধ্যে বাড়ির রান্না চাখেন ক্রেতা এতে ঘরের শান্তিও বজায় থাকে। মুখও বদলায়। এই পরামর্শ ক্রেতারা মানবেন কিনা জানা না গেলেও বিজ্ঞাপনটি যে ক্রেতাদের মন জয় করেছে তাই নিয়ে কোনও সন্দেহ নেই। 

 দেখুন, পুরীতে রথের শোভাযাত্রার মধ্যেই মানব করিডোর তৈরি অ্যাম্বুলেন্সের জন্য!

"গাইস,কভি কভি ঘর কা খানা ভি ভি খা লেনা চাহিয়ে" টুইটারে এমনটাই লিখেছে জোমাটো।

নেটিজেনদের থেকে প্রত্যুত্তরও এসেছে তেমনই। ১৮ হাজার লাইক পেয়েছে সংস্থার এই শেয়ার।

"গাইস কভি কভি রাতকে ৩ বাজে, ফোন সাইড পে রাখ কে জানা চাহিয়ে" জোমাটোর বিজ্ঞাপন দেখে এই উত্তর এসেছে ইউ টিউব ইন্ডিয়া থেকে।

Guys, kabhi kabhi ghar par bhi baithna chahiye! https://t.co/pVHLU6A3KY

Guys, kabhi kabhi queue me lag ke bhi Electricity bill pay kar dena chahiye https://t.co/PGYkM8pNAW

Guys, kabhi kabhi khud bhi khana bana lena chahiye ????#SundayMotivationhttps://t.co/cSJCxGqiNs

তবে সবার টুইটের স্ক্রিনশট নিয়ে একসঙ্গে আপলোড করে ফের মুখ খুলেছে জোমাটো। জানিয়েছে, নিজের করা ভালো টুইটের দিকেও একটু খেয়াল রাখা দরকার।

Click for more trending news


.