This Article is From Sep 18, 2019

World Water Monitoring Day: জলের উৎস সংরক্ষণে জোর দিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

বুধবার বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস (World Water Monitoring Day)। সেই উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

World Water Monitoring Day: জলের উৎস সংরক্ষণে জোর দিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

World Water Monitoring Day: টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস (World Water Monitoring Day)। সেই উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর টুইটে মুখ্যমন্ত্রী (CM Mamata) রাজ্য সরকারের জল সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপগুলির কথা জানান। জলসেচ ব্যবস্থার উন্নতি এবং খরার সময়ে জলকষ্ট দূর করতে রাজ্য সরকার যে বদ্ধপরিকর সেকথা জানান মমতা। তিনি টুইটে লেখেন, ‘‘আজ বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস। আমাদের বাংলার সরকার সম্প্রতি ঘোষণা করেছে নতুন ‘জলশ্রী'র কথা। এই প্রকল্পের লক্ষ্য খাল, জলাজমি ও নদীর মধ্যে সংযোগসাধন করে খরার সময় মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়া।''

তিনি আরও লেখেন, ‘‘বাংলার সরকার এরই মধ্যে বৃষ্টির জল সংরক্ষেণের লক্ষ্যে শুরু করে দিয়েছে ‘জল ধরো জল ভরো' প্রকল্প। ক্ষুদ্র জলসেচ ব্যবস্থার জন্য ‘জলতীর্থ' প্রকল্প এখন সুন্দরবন থেকে পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে।''

তাইহোকুতে বিমান দুর্ঘটনার পরে নেতাজির কী হয়েছিল? টুইটে প্রশ্ন মমতার

বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস পালিত হচ্ছে ২০০৩ সাল থেকে। ‘আমেরিকাজ ক্লিন ওয়াটার ফাউন্ডেশন' বা এসিডবলিউএফ এটি পালন করা শুরু করে। উদ্দেশ্য, মানুষের মধ্যে জলের উৎস সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.