This Article is From Oct 31, 2019

UNESCO-র সৃজনশীল নগরের তকমা পেল ভারতের এই দুই শহর। কলকাতার অবস্থান কোথায় জানেন?

বিশ্ব নগর দিবসে (World Cities' Day) এই সম্মান জানানো হয়। ৩১ অক্টোবর পালিত হয় এই বিশেষ দিনটি।

UNESCO-র সৃজনশীল নগরের তকমা পেল ভারতের এই দুই শহর। কলকাতার অবস্থান কোথায় জানেন?

চলচ্চিত্র জগতে অবদানের জন্য মুম্বই এই সম্মান পেয়েছে

প্যারিস:

বৃহস্পতিবার জাতিসংঘের United Nations Educational, Scientific and Cultural Organisation বা ইউনেস্কো (UNESCO) কর্তৃক বিশ্বের সৃজনশীল শহর হিসাবে মনোনীত ৬৬ টি নগরের মধ্যে জায়গা করে নিল মুম্বই (Mumbai) ও হায়দরাবাদ (Hyderabad)। চলচ্চিত্র জগতে অবদানের জন্য মুম্বই এবং গ্যাস্ট্রোনমির জন্য হায়দরাবাদকে বেছে নেওয়া হয়েছে। তবে সাহিত্য সঙ্গীতের শহর কলকাতা এই তালিকায় নেই। বিশ্ব নগর দিবসে (World Cities' Day) এই সম্মান জানানো হয়। ৩১ অক্টোবর পালিত হয় এই বিশেষ দিনটি। মুম্বই ও হায়দরাবাদ এখন ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক-এর ২৪৬ টি শহরের মধ্যে অন্যতম। UNESCO-র মতে, শহরের সৃজনশীলতার উপর ভিত্তি করে, তা সে সঙ্গীত, চারুকলা এবং লোকশিল্প, নকশা, সিনেমা, সাহিত্য, ডিজিটাল আর্ট বা গ্যাস্ট্রনোমি যাই হোক না কেন, এগুলিকে একত্রিত করা হয়েছে । ইউনেস্কোর সৃজনশীল শহরগুলি তাদের সৃজনশীলতার কৌশলকে কেন্দ্রে রেখে সংস্কৃতি স্থাপন এবং তাদের সেরা দিকগুলি অন্য দেশের সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ ২০৫০ সালের মধ্যে সমুদ্রের তলায় চলে যাবে ভারতের এই মহানগরী! জানাল গবেষণা

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজৌলে বলেন, “এটি রাজনৈতিক ও সামাজিক উদ্ভাবনের পক্ষে এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ৩১ অক্টোবর, ইউনেস্কো এবং বিশ্বের ২৪ টি শহরের কর্মকর্তারা সংস্থার বিভিন্ন শহুরে নেটওয়ার্ককে একত্রিত করে বিশ্ব নগর দিবস উদযাপন করেন যা কেবল সংস্কৃতি নয়, প্রবেশাধিকার, অন্তর্ভুক্তি, বৈশ্বিক নাগরিকত্ব শিক্ষা, অধিকার রক্ষা, অর্থনীতি এবং কর্মসংস্থানের উপরও দৃষ্টি নিবদ্ধ করে, পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রতিরোধ বিষয়টিও অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হয়।”

ইউনেস্কোর সৃজনশীল নেটওয়ার্কের কিছু নতুন সদস্যদের বিষয়ে জেনে নিন:

সঙ্গীতের জন্য: অ্যাম্বন (ইন্দোনেশিয়া), হাভানা (কিউবা), মেটজ (ফ্রান্স), পোর্ট অব স্পেন (ত্রিনিদাদ ও টোবাগো) ও আরও।

সাহিত্যের জন্য: অ্যাঙ্গোলেমে (ফ্রান্স), বেইরুট (লেবানন), এক্সেটার (যুক্তরাজ্য), কুহমো (ফিনল্যান্ড), লাহোর (পাকিস্তান), লিউওয়ার্ডেন (নেদারল্যান্ডস), নানজিং (চিন), ওডেসা (ইউক্রেন), স্লেমানি (ইরাক), ওঞ্জু (কোরিয়া প্রজাতন্ত্র), রোকলা (পোল্যান্ড)

কারুশিল্প এবং লোকশিল্পের জন্য: আরেগুয়া (প্যারাগুয়ে), আইয়াচুচো (পেরু), বল্লারাট (অস্ট্রেলিয়া), বান্দর আব্বাস (ইরান), বিয়েল্লা (ইতালি), ক্যালদাস দা রায়না (পর্তুগাল), জিনজু (কোরিয়া প্রজাতন্ত্র), কার্গোপোল (রাশিয়ান ফেডারেশন), শারজাহ (সংযুক্ত আরব আমিরশাহি), সুখোথাই (থাইল্যান্ড), ত্রিনিদাদ (কিউবা), এবং ভিলজান্দি (এস্তোনিয়া)

চলচ্চিত্রের জন্য: পটসডাম (জার্মানি), সারাজেভো (বসনিয়া ও হার্জেগোভিনা), ভালাদোলিড (স্পেন) এবং ওয়েলিংটন (নিউজিল্যান্ড)।

.