This Article is From Aug 02, 2018

সাপের কামড় খেয়ে, হাতেই সাপ পেঁচিয়ে হাসপাতালে উপস্থিত হলেন মহিলা

মহিলা হাসপাতালে এসেও শান্তভাবেই ছিলেন। তাঁর ক্ষতও গুরুতর ছিল না।

সাপের কামড় খেয়ে, হাতেই সাপ পেঁচিয়ে হাসপাতালে উপস্থিত হলেন মহিলা

মহিলার গুরুতর ক্ষত হয়নি

বেশিরভাগ মানুষই সাপ দেখতে পেলেই সতর্ক হয়ে যায়। এমনকী সাপের কামড়ের কথা ভেবেই বহু মানুষ ভয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু চিনের এক মহিলা একটা সাপের সংস্পর্শে এসে কী করেছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। এক মহিলা সাপের কামড় খাওয়ার পর হাতের কব্জিতে সাপটা পেঁচিয়ে নিয়ে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হওয়ার ভিডিও চিনের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

চিনের পিপল’স ডেইলি অনুসারে ঘটনাস্থল চিনের জিজাং প্রদেশের পুজিং কান্ট্রি। হাতে পেঁচিয়ে থাকা সাপটার দৈর্ঘ্য 1.5 মিটার। সাপটা বিষাক্ত না হলেও দৃশ্যটা দেখেই গায়ে কাঁটা দেবে সবার।

 

আপনারও গা ঘিনঘিন করছে? আমরা ঠিকই ধরেছি।

মহিলা হাসপাতালে এসেও শান্তভাবেই ছিলেন। তাঁর ক্ষতও গুরুতর ছিল না।

পিয়ার ভিডিও-র শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে উপস্থিত। ভিডিওর একটা দৃশ্যে দেখা যাচ্ছে তিনি সাপটাকে একটা জলের বোতলের মধ্যে রাখলেন। আর একটা দৃশ্যে দেখা যাচ্ছে তাঁর হাত থেকে সাপটা ঝুলে রয়েছে।

ভয়ঙ্কর ভিডিওটা নিচে দেখে নিনঃ

 
 

এক সপ্তাহ আগে, চিনে এক ব্যক্তিকে মাথায় ছুরি গেঁথে গিয়ে আঘাত লাগার পরেও বাইক চেপে পুলিশ স্টেশনে জোর করে নিয়ে যাওয়া হয়। তারপর দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর এক্স-রে-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, যেখানে দেখা যায় ছুরিটা তাঁর মাথার খুলির ভিতর গেঁথে গেছে। প্রায় পাঁচ ঘণ্টার সফল অস্ত্রপচারে মাথায় গেঁথে যাওয়া ছুরি বের করা সম্ভব হয়।

Click for more trending news


.