This Article is From Jan 22, 2019

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ মমতা না মায়াবতী, জেনে নিন কী বললেন অখিলেশ

অখিলেশের কথায়, কেবলমাত্র নির্বাচনের পাটিগণিতটা আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি বলেই অমন একটি ফল হয়েছিল বিধানসভা নির্বাচনে। এবার সেই ভুল সংশোধন করতে হবে।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ মমতা না মায়াবতী, জেনে নিন কী বললেন অখিলেশ
কলকাতা:

ভোটের পাটিগণিত ঠিক রেখে বিজেপিকে হারানোই মূল লক্ষ্য, সেই কারণেই রাহুল গান্ধীর প্রতি অসম্ভব শ্রদ্ধা থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশে সপা-বসপা জোট থেকে তাঁর দলকে বাইরে রাখা হয়েছে বলে জানালেন অখিলেশ যাদব। নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অখিলেশ বলেন, “এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারব না। নির্বাচনের পর নিশ্চিতভাবে এর জবাব দিতে পারব আমি। তবে, এটুকু আমি বলতে পারি যে, এই বছর দেশ একজন নতুন প্রধানমন্ত্রী পেতে চাইছে। দেশবাসী লোকসভা নির্বাচনের পর তা পাবেও। আমার রাজ্য থেকে কেউ যদি প্রধানমন্ত্রী হন, তবে আমি নিজে অত্যন্ত খুশি হব”।

ছেলেধরাদের সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্দেশিকা জারি করল রাজ্য

১৯ জানুয়ারি ব্রিগেডের সমাবেশে যোগ দিতে কলকাতায় আসেন অখিলেশ যাদব। তখনই তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথাগুলি বলেন।

সমাজবাদী পার্টি সুপ্রিমোর কথায়, আপনারা যদি উত্তরপ্রদেশের আসনগুলো তুলে নেন, তাহলে দেখতে পাবেন, বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতাই থাকছে না। বিজেপি তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বহু কথা বলে। আমিও তাই ঠিক করেছি, আমার নির্বাচনী পাটিগণিতটাকে সংশোধন করে জোটের মাধ্যমে তা নিয়ে এগিয়ে যাব।

রাজীবের মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর

তিনি আফসোস করেন, তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময় উত্তরপ্রদেশে বহু উন্নয়ন করা সত্ত্বেও ২০১৭ সালে বিজেপির কাছে হেরে যায় সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। অখিলেশের কথায়, কেবলমাত্র নির্বাচনের পাটিগণিতটা আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি বলেই অমন একটি ফল হয়েছিল বিধানসভা নির্বাচনে। এবার সেই ভুল সংশোধন করতে হবে।

তবে, তাঁকে যখন প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ কে? মায়াবতী না মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনও সরাসরি জবাব দেননি অখিলেশ যাদব।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.