This Article is From Jan 19, 2019

বিধায়কদের কেনার টাকা কোথা থেকে পাচ্ছেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন কর্নাটকের মুখ্যমন্ত্রীর

কলকাতায় বিরোধীদের সমাবেশে  যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী  এইচ ডি কুমারস্বামী।

বিধায়কদের কেনার টাকা কোথা থেকে পাচ্ছেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন কর্নাটকের মুখ্যমন্ত্রীর

তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ২০১৯ সালে পরিবর্তন আনতে এই সভা কার্যকরী ভূমিকা নেবে।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী
  • সে রাজ্যে বিজেপি অস্থিরতা সৃষ্টি করতে চাইছে দাবি কুমারস্বামীর
  • বিজেপি চেষ্টা করলেও সরকার মেয়াদ সম্পূর্ণ করবে দাবি মুখ্যমন্ত্রীর
কলকাতা:

কলকাতায় বিরোধীদের সমাবেশে  যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী  এইচ ডি কুমারস্বামী।  তিনি  বলেন একহাতে মোদী  দুর্নীতি মুক্ত দেশ গড়ার কথা বলছেন অন্যদিকে তাঁর দল কর্নাটকের কংগ্রেসি বিধায়কদের ভাঙিয়ে সরকার গড়তে চাইছে। তাঁর কথায়, আমাদের রাজ্যে গত এক সপ্তাহ ধরে কী হচ্ছে তা আপনারা জানেন। বিজেপি অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। এমতাবস্থায়  প্রধানমন্ত্রীর কাছে  আমার প্রশ্ন, দলীয় সভা থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন। আর তার জন্য দেশের নাগরিকদেরও সক্রিয় হতে বলছেন তিনি। কিন্তু তিনি কি জানেন না কর্নাটকে কি হচ্ছে? কংগ্রেসের বিধায়কদের কোন টাকা দিচ্ছে বিজেপি। সেই টাকা আসছে  কোথা থেকে?

সমাবেশের আগে টুইট করে নেতা এবং দলীয় কর্মীদের স্বাগত জানালেন মমতা

সম্প্রতি কর্নাটকে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। কংগ্রেসের সমর্থন নিয়ে চলা জেডিএস সরকারকে  ভাঙার চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরই মধ্যে কয়েকজন কংগ্রেস বিধায়ক ‘নিখোঁজ' হয়ে  যান। এ প্রসঙ্গে  কুমারস্বামী বলেন, সরকারে কোনও সমস্যা নেই। অন্যদিকে তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ২০১৯ সালে পরিবর্তন আনতে এই সভা কার্যকরী ভূমিকা নেবে।'

 

দেখুন ভিডিও :

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.