This Article is From Aug 16, 2018

2000 সালের সেই দিন এখনও ভোলেনি হরিশ চ্যাটার্জি স্ট্রিট

গাড়ি থেকে নামলেন অটল বিহারী বাজপেয়ী। তখন তিনি দেশের প্রধানমন্ত্রী।   

2000 সালের সেই দিন এখনও ভোলেনি হরিশ  চ্যাটার্জি স্ট্রিট

হেভিওয়েট অতিথিকে সেদিন মালপোয়া খাইয়েছিলেন গায়েত্রী দেবী।

কলকাতা:

ঘটনাটার পর  পেরিয়ে গিয়েছে দেড় যুগ।  কিন্তু সেই দিনটার কথা এখনও মনে আছে দক্ষিণ কলকাতার হরিশ  চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দাদের। 

সেটা 2000 সাল। একদিন সকালে আচমকাই পাড়ায় পুলিশে পুলিশ। কেউ বুঝতে পারছে না ঠিক কী হয়েছে। ততদিনে অবশ্য পাড়ার মেয়ে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী। সকলেরই মনে হয়েছি হয়ত তাঁর কাছেই কেউ এসেছেন বোধহয়। সত্যি হল সেই সম্ভবনাই। কিছুক্ষণ বাদে গাড়ি থেকে নামলেন অটল বিহারী বাজপেয়ী। তখন তিনি দেশের প্রধানমন্ত্রী।   

mq1ikgf8
ছবি সৌজন্যে- শ্যামলেন্দু মিত্র

সোজা চলে গেলেন তাঁর মন্ত্রীসভার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়ির ভেতরে ঢুকেই মমতার মা অধুনা প্রয়াত গায়েত্রী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। হেভিওয়েট অতিথিকে সেদিন মালপোয়া খাইয়েছিলেন গায়েত্রী দেবী। আতিথিয়তায় মুগ্ধ হয়েছিলেন  বাজপেয়ী। একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাড়ম্বর জীবন- যাপনও স্পর্শ করেছিল তাঁকে। সংবাদ মাধ্যমে সেকথা বলেওছিলেন তিনি। আজ দিল্লি উড়ে যাওয়ার আগে সেদিনেওর কোথা স্মরণ করেছেন মমতা নিজেও।                                           



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.