This Article is From Sep 12, 2019

রাঁচিতে বিধায়কদের ছবি তুলতে শেখালেন প্রধানমন্ত্রী

বিধায়করা বেশির ভাগই বিজেপির। তাঁরা সকলেই মোদির (PM Modi) কাছে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছিলেন।

রাঁচিতে বিধায়কদের ছবি তুলতে শেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ভিড় থেকে সরে এসে সকলের উদ্দেশে জানান, কী করে গ্রুপ ছবি তুলতে হয়।

বৃহস্পতিবার ঝাড়খণ্ডে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রাঁচিতে ঝাড়খণ্ড (Jharkhand বিধানসভার নতুন ভবন উদ্বোধন করলেন তিনি (Narendra Modi)। আর সেই সঙ্গে বিধায়কদের শেখালেন ছবি তোলার আদবকায়দা। ৩৯ একর জমির উপরে ৪৬৫ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ওই ভবন। ১৬২ জন বিধায়কের বসার জায়গা রয়েছে ভবনে। নতুন ভবন উদ্বোধনের সময় মোদির সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু, বিধানসভার স্পিকার দীনেশ ওঁরাও এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। বিধায়করা যেখানে বসবেন, সেই প্রধান হলটি ঘুরে দেখার পর সিদ্ধান্ত হয় গ্রুপ ছবি তোলার। আর তখনই শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন প্রধানমন্ত্রী।

আসলে বিধায়করা, যাঁদের মধ্যে বেশির ভাগই বিজেপির, তাঁরা সকলেই মোদির কাছে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছিলেন। সমস্যার সূত্রপাত সেখানেই।

“এটা ট্রেলার ছিল, পুরো ছবি এখনও বাকি”, সরকারের ১০০ দিন নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

নরেন্দ্র মোদি প্রথমে সকলকে অনুরোধ করেন, সবাই যেন সরে সরে দাঁড়ান। কিন্তু তাতেও ফল হয়নি। বিধায়করা এরপরও পরস্পরের গা ঘেঁষেই দাঁড়িয়ে থাকেন। তখন মোদি ভিড় থেকে সরে এসে সকলের উদ্দেশে জানান, কী করে গ্রুপ ছবি তুলতে হয়। তাঁর দু'পাশে সমান জায়গা নিয়ে দাঁড়িয়ে কী করে ছবি তুলতে হবে, সকলকে বোঝান তিনি।

এরপর গ্রুপ ছবি তোলা হয়। সেই ছবিতে প্রধানমন্ত্রী ও বিধায়করা ছাড়া রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও স্পিকারও ছিলেন।

সংবাদ সংস্থা আইএএনএসকে বিজেপি বিধায়ক ফুলচাঁদ মণ্ডল বলেন, ‘‘এটা একটা স্মরণীয় মুহূর্ত আমার জন্য। আমাদের অবশ্যই সরে দাঁড়ানো উচিত ছিল মোদিজি বলার আগেই। আমরা চিরকাল মনে রাখব, যাতে ঠিক ভাবে গ্রুপ ছবি ওঠে সে জন্য আমাদের সুবিন্যস্ত ভাবে দাঁড় করাতে মোদিজির প্রচেষ্টাকে।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.