
পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোমা বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত পাঁচজন। পুলিশকর্মীরা ওই স্থানে তদন্তের জন্য যাওয়ার পর বিস্ফোরণের স্থানটির ছবি প্রকাশ্যে আসে। দেখা যায়, সেখানে বহু বাঁকানো লোহার রড এবং কংক্রিটের অজস্র ভাঙা চাঙড় ছড়িয়ে আছে।
West Bengal: A blast has occurred at TMC party office in Makarampur of West Midnapore district. One party worker dead, 5 injured. A police team is present at the spot. Investigation is underway. pic.twitter.com/Agg3HC3o5h
— ANI (@ANI) August 23, 2018
ঘটনাটি ঘটেছে সকাল দশটা নাগাদ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে, এই ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যের কারণ কি? কোনও বোমাই ফেটেছে নাকি গ্যাস সিলিন্ডার।
তৃণমূলের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন পুলিশ অনুসন্ধান চালাচ্ছে জোরকদমে। বিস্ফোরণের কারণ জানতে পারা গেলেই তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।