This Article is From Mar 30, 2020

করোনা বিপর্যয়ের মধ্যেই কলকাতার ভবানীপুরের বহুতলে বিধ্বংসী আগুন

Kolkata Fire: ওই বহুতলের ১৭ তলায় আগুন লেগেছে, ঘটনাস্থলে দমকলের কর্মীরা, ওই ভবন থেকে নাগাড়ে বের হচ্ছে কালো ধোঁয়া

করোনা বিপর্যয়ের মধ্যেই কলকাতার ভবানীপুরের বহুতলে বিধ্বংসী আগুন

Kolkata Fire: ভবানীপুরের একটি বহুতলে আগুন, এলাকায় আতঙ্ক

হাইলাইটস

  • কলকাতার ভবানীপুরের বহুতলে বিধ্বংসী আগুন
  • বহুতলের ১৭ তলায় ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী
  • ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা
কলকাতা:

রাজ্য তথা দেশ জুড়ে যখন করোনা ভাইরাসের থেকে বাঁচতে মরিয়া মানুষ ঠিক সেই সময় কলকাতায় ( Kolkata) আগুন আতঙ্ক। ভবানীপুরের (Bhawanipore) এক বহুতলের ১৭ তলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire incident) ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়েই ঘটনাস্থলে গেছে দমকলের ১০ টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। একটি ভিডিওতে দেখা যায় ভবানীপুর এলাকার ওই বহুতল থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে দেশে ২১ দিনের লকডাউন চলছে, তার জেরে এমনিতেই শুনশান শহর কলকাতার অন্যতম ব্যস্ত ওই অঞ্চল। তবে এই অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে খবর।

করোনা আতঙ্ককে আরও বাড়িয়ে রাজ্যে দ্বিতীয় রোগীর মৃত্যু

তবে এই বহুতলে আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ ভালো রকমই হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ লকডাউনের জেরে বহুতলের বেশিরভাগ বাসিন্দাই অগ্নিকাণ্ডের সময় ঘরেই ছিলেন। দমকল বিভাগের কর্মীরা তাঁদের উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন বলে খবর। আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডারও।

এদিকে ভয়াবহ আগুনে খসে পড়ছে বহুতলের বেশ কয়েকটি ঘরের একের পর এক জানালা। দমকলের তরফ থেকে খোঁজ নিয়ে জানা গেছে যে ওই আবাসনের নিজস্ব আগুন নির্বাপণ ব্য়বস্থা ছিল, কিন্তু তা সত্ত্বেও তা কেন নিষ্ক্রিয় ছিল তা খতিয়ে দেখছেন দমকলবিভাগের আধিকারিকরা।

২১ দিনের লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর জল্পনা ওড়ালো কেন্দ্রীয় সরকার

স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে খবর মিলেছে যে সোমবার সকাল ১০ টা নাগাদ ওই বহুতলে আগুন লাগে। তারপরেই খবর পেয়ে সেখানে ছুটে আসেন দমকলকর্মীরা। তবে হাওয়ার কারণে আগুনকে বাগে আনতে ঝামেলা পোহাতে হচ্ছে তাঁদের। 

ইতিমধ্য়েই ওই বহুতলের অনেক বাসিন্দাকেই উদ্ধার করেছে রাজ্যের দমকল বাহিনী। তবে আরও কেউ ওই নির্দিষ্ট তলায় আটকে আছেন কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত নন তাঁঁরা, চলছে সন্ধান। 

ভবানীপুরের সে বহুতলে আগুন লেগেছে সেখানে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ পরিচালনা করছেন স্বয়ং দমকলের ডিজি। কী কারণে ওই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি।


 

.