This Article is From Dec 19, 2019

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার পথে নামলেন বুদ্ধিজীবী, সমাজকর্মীরা

Citizenship Act: শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হন অপর্ণা সেন, কৌশিক সেন সহ অন্য বুদ্ধিজীবীরাও

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার পথে নামলেন বুদ্ধিজীবী, সমাজকর্মীরা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে হাঁটেন অপর্ণা সেন., কৌশিক সেনের মতো বুদ্ধিজীবীরা

হাইলাইটস

  • নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের বুদ্ধিজীবীরা
  • বিতর্কিত আইনের বিরুদ্ধে সোচ্চার হলেন অপর্ণা সেন, কৌশিক সেন সহ অন্যান্যরা
  • এই আইন দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট করছে, অভিযোগ বুদ্ধিজীবীদের
কলকাতা:

নতুন নাগরিকত্ব আইন  (Citizenship Amendment Act) এবং এনআরসি'র (NRC) প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের বিশিষ্টরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে বিতর্কিত আইনের বিরোধিতায় কলকাতার জনপথে পায়ে পা মেলালেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেন সহ অন্যান্য বুদ্ধিজীবীরাও। মিছিলে ছিলেন অনেক সমাজ কর্মী সহ রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ । জাতীয় পতাকাকে সঙ্গী করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু করে ওই প্রতিবাদ মিছিল। বুদ্ধিজীবী, সমাজকর্মী, শিক্ষার্থীরা ছাড়াও মিছিলে পা মেলান রাজ্যের হাজার হাজার মানুষ।  মিছিল শেষ হয় ডোরিনা ক্রসিং-এ । এই মিছিলে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনই স্লোগান দেওয়া হয় নাগরিকপঞ্জিকরণ বা এনআরসি নিয়েও।

মিছিলে অংশ নিয়ে বিশিষ্ট অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) বলেন, "আমরা ঐক্যবদ্ধ। কোনও প্রচেষ্টাই ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ভেঙে ফেলতে পারবে না এবং এর বহুত্ববাদ সফল হবেই। আমাদের কণ্ঠরুদ্ধ করা যাবে না।"

পাশাপাশি অর্পণা সেন সহ বাংলার অন্যান্য বুদ্ধিজীবী সহ বিশিষ্ট মানুষেরা বেঙ্গালুরুতে নতুন নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করার সময় ঐতিহাসিক রামচন্দ্র গুহ এবং অন্যদের আটক করার ঘটনার তীব্র নিন্দা করেন। অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, "দেখুন, এই জনসভায় কোনও রাজনৈতিক দলের পতাকা নেই। এটি জনগণের একটি প্রতিবাদ মিছিল।"

Citizenship Act Protests: অবরোধে উত্তাল বিহার, শান্তি ফিরেছে পশ্চিমবঙ্গ, অসমে

বিক্ষোভকারীদের হাতে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। কোনওটায় লেখা ছিল ''যখন বিচারব্যবস্থা আইন হয়ে যায়'', তখন '' প্রতিরোধ কর্তব্য হয়ে যায় ''। '' আমার দেশ ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক '', '' সংবিধানের বিরুদ্ধে সিএএ'', এমন লেখাও চোখে পড়ে প্ল্যাকার্ডে।

গত বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আইনে স্বাক্ষর করার পরেই দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। বিশেষত  দেশের উত্তর-পূর্ব অঞ্চল, বাংলা এবং দিল্লিতে এই আইনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে। অসমে বিক্ষোভের পর ঘটা হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গেও লাগাতার চলছে সড়ক ও রেল অবরোধ, ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

"ভুয়ো" ভিডিও: রাজ্যপাল এবং বিজেপিকে একযোগে দুষলেন মুখ্যমন্ত্রী

সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁরা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অথচ অনেকেই বলছেন, নতুন আইনটির মাধ্যমে ধর্মের ভিত্তিতে বিবেচনা করে অবৈধ অভিবাসীদের দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। এই আইন নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার তথা সাম্যের অধিকার লঙ্ঘন করে, দাবি প্রতিবাদীদের।

আরও খবর জানতে দেখুন এই ভিডিও:

.