This Article is From Apr 05, 2019

সমীক্ষা জানাল, প্রায় সব প্রশাসনিক বিভাগেই রাজ্য সরকারের পারফরমেন্স 'খারাপ'

বিশেষ করে চাকরির সুযোগ তৈরি, কৃষিঋণ এবং কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি- এই তিন ক্ষেত্রে রাজ্য সরকার একেবারে যাকে বলে মুখ থুবড়ে পড়েছে। এমনটাই জানাচ্ছে সমীক্ষা।

সমীক্ষা জানাল, প্রায় সব প্রশাসনিক বিভাগেই রাজ্য সরকারের পারফরমেন্স 'খারাপ'
কলকাতা:

প্রায় সমস্ত প্রশাসনিক বিভাগেই ‘খারাপ' পারফরমেন্স পশ্চিমবঙ্গ সরকারের। শুক্রবার একটি সমীক্ষা থেকে জানা গেল এই কথা। বিশেষ করে চাকরির সুযোগ তৈরি, কৃষিঋণ এবং কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি- এই তিন ক্ষেত্রে রাজ্য সরকার একেবারে যাকে বলে মুখ থুবড়ে পড়েছে। এমনটাই জানাচ্ছে সমীক্ষা। এই তিনটি ক্ষেত্রই এই বছর রাজ্যে লোকসভা নির্বাচনে বড় ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস যুগ্মভাবে এই সমীক্ষাটি চালায়। প্রসঙ্গত, শুক্রবারই একটি নির্বাচনী সভায় তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাফল্য নিয়ে ‘উচ্ছ্বাসপ্রকাশ' করে বলেন, রাজ্য সরকারের ‘কন্যাশ্রী' প্রকল্প রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে পুরস্কার পেয়েছেন।

সেদিনই এই রিপোর্টটি সামনে এল।

২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সমীক্ষা চলে। ৫৩৪'টি লোকসভা কেন্দ্র জুড়ে এই সমীক্ষা চলে। মতামত দিয়েছেল ২ লক্ষ ৩৭ হাজার ভোটার।

প্রসঙ্গত, এই রাজ্যের শহুরে ভোটারদের কাছে কর্মসংস্থানের প্রশ্নটিই বেশি গুরুত্ব পেয়েছে (৪৫ শতাংশ)। জলদূষণ ও বায়ুদূষণ (৩৯ শতাংশ) এবং যানজটের সমস্যা (৩৯ শতাংশ)-এর চেয়ে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.