This Article is From Jun 02, 2020

জুলাইের মাঝামাঝি এবছরের মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা

WB Madhyamik Result 2020: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবছরের মাধ্যমিকের সব খাতাই দেখা হয়ে গেছে, চলছে নম্বর সংগ্রহের কাজ

জুলাইের মাঝামাঝি এবছরের মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা

আগামী জুলাইয়ের মাঝামাঝি মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা

হাইলাইটস

  • চলতি বছরে ২৭ লক্ষেরও বেশি পরিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে
  • সব খাতা দেখা শেষ, এখন চলবে নম্বর সংগ্রহ প্রক্রিয়া
  • আগামী মাসের মাঝামাঝি মাধ্যমিকের ফল প্রকাশ করা হতে পারে
কলকাতা:

এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের (West Bengal) যেসব পরিক্ষার্থীরা বসেছিল, তাঁদের জন্যে সুখবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝিই হয়তো ওই পরীক্ষার ফলপ্রকাশ (Madhyamik results) করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সেখানকার (West Bengal Board of Secondary Education) এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, এবছরের মাধ্যমিকের (Madhyamik) মোট পরীক্ষার্থীর খাতাপত্তর দেখা শেষ। তবে এখনও নানান পরিস্থিতির কারণে ১০ শতাংশ পরীক্ষক এখনও  প্রধান পরীক্ষকদের কাছে তাঁদের মূল্যায়ন করা উত্তরপত্র জমা দিতে পারেননি। তাঁদের যদিও বলা হয়েছে, যেকোনওভাবেই হোক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব উত্তরপত্র জমা করতে। সব খাতা হাতে পেলে প্রধান পরীক্ষকদের আরও দু'দিন সময় দেওয়া হবে বোর্ডের কাছে সেই সব উত্তরপত্রগুলো জমা দেওয়ার জন্যে।

করোনা পরিস্থিতি পেরিয়ে ফের ঘুরে দাঁড়াবে ভারত, বৃদ্ধি হবেই, বললেন প্রধানমন্ত্রী

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের মাধ্যমিক পর্ষদের হাতে সব উত্তরপত্র আসার পরই ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে শুরু করা হবে ট্যাবুলেশন বা নম্বর সংগ্রহের প্রক্রিয়া। তারপরেই মাধ্যমিকের ফল প্রকাশ (WB Madhyamik Result 2020) করা সম্ভব হবে। তবে সব হতে হতে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা।

করোনা সতর্কতা বজায় রেখে খুলে দেওয়া হল রাজ্যের মন্দির-মসজিদ-গির্জা

পর্ষদের ওই আধিকারিকই জানিয়েছেন যে, চলতি বছরে মোট ২৭ লক্ষ ৭২ হাজার খাতা দেখতে হয়েছে রাজ্যের পরীক্ষকদের।

পশ্চিমবঙ্গে এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। তবে দেশ তথা রাজ্যে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে জারি লকডাউনের কারণে খাতা দেখার সময় আরও দীর্ঘায়িত করতে বাধ্য হতে হয়।

এই বছরের মাধ্যমিকের ফলাফল সরকারি পোর্টাল wbresults.nic.in- এ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড।

.