This Article is From Jun 01, 2018

জুন মাসের প্রথম সপ্তাহেই 2018 সালের মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা

মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তা পাওয়া যাবে http://wbbse.org এবং http://wbresults.nic.in

জুন মাসের প্রথম সপ্তাহেই 2018 সালের মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা

জুন মাসের প্রথম সপ্তাহেই বেরোবে মাধ্যমিকের ফলাফল

নিউ দিল্লী: পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণি অথবা মাধ্যমিকের ফল প্রকাশিত হবে জুনের প্রথম সপ্তাহেই। এর আগে, কানাঘুষো শোনা গিয়েছিল যে, 2018 সালের  মাধ্যমিকের ফল বেরোবে মে মাসের শেষ সপ্তাহে। যদিও, বাংলার মাধ্যমিক বোর্ডের তরফে এক সূত্র এনডিটিভিকে বলেছে, ফল বেরোবে জুনের প্রথম সপ্তাহে। পশ্চিমবঙ্গে সরকারি রেজাল্ট ওয়েবসাইটেই দেখা যাবে ফল।

মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তা পাওয়া যাবে http://wbbse.org এবং http://wbresults.nic.in-এ

গত বছরের থেকে এই বছরের মাধ্যমিকে অনেক বেশি পরীক্ষার্থী নাম নথিভুক্ত করিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা 11, 02, 921। তাদের মধ্যে 6,21,366 জন হল মহিলা পরীক্ষার্থী এবং 4,81,555 জন হল পুরুষ।

এই বছরের মাধ্যমিক পরীক্ষা হয় মার্চ মাসের 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের ফল প্রকাশের দিন ঘোষণা করলেও উচ্চমাধ্যমিক কাউন্সিল এখনও তাদের ফল প্রকাশের দিনটি ঘোষণা করেনি। উচ্চমাধ্যমিকের ফলও প্রকাশিত হবে সরকারি রেজাল্ট পোর্টালে।
.