This Article is From Apr 02, 2020

গণজমায়েত সরাতে গিয়ে একাধিক জেলায় আক্রান্ত পুলিশ! রাজ্যজুড়ে আহত ৯ জন

লকডাউনের কার্যকারিতা নিশ্চিত করতে পথে নেমে আক্রান্ত পুলিশ। বৃহস্পতিবার এমন দাবি করেছেন রাজ্য পুলিশের এক কর্তা।

গণজমায়েত সরাতে গিয়ে একাধিক জেলায় আক্রান্ত পুলিশ! রাজ্যজুড়ে আহত ৯ জন

লকডাউনের কার্যকারিতা নিশ্চিত করতে পথে নেমে আক্রান্ত পুলিশ। (ফাইল ছবি)

কলকাতা:

লকডাউনের (Nationwide Lockdown) কার্যকারিতা নিশ্চিত করতে পথে নেমে আক্রান্ত পুলিশ (Bengal police)। বৃহস্পতিবার এমন দাবি করেছেন রাজ্য পুলিশের এক কর্তা। জানা গিয়েছে, রাজ্যব্যাপী পুলিশের ওপর হওয়া এই হামলার ঘটনায় আহত অন্তত ৯ পুলিশকর্মী। জমায়েত রুখতে গিয়ে স্থানীয়দের পাথরবৃষ্টির মুখে পড়েন দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের পুলিশকর্মীরা। এদিন জানিয়েছেন সেই পুলিশকর্তা। সেই পুলিশকর্তার দাবি, "বুধবার রাতে ভাঙরে এমন একটা ঘটনা ঘটেছে। যেখানে স্থানীয় কয়েকজন যুবককে গণজমায়েতে বাধা দিতে গেলে পুলিশকর্মীদের ধাক্কা মারার অভিযোগ উঠেছে। আবার কয়েকজনের বিরুদ্ধে গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি।"

"লকডাউন মিটলেও মানুষের গতিবিধি নিয়ন্ত্রিত রাখতে হবে", মুখ্যমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

একইভাবে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোরে জমায়েত আটকাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন কয়েকজন পুলিশকর্মী। সেই ঘটনায় দু'জন সাব-ইনস্পেক্টর-সহ চারজন পুলিশকর্মী আহত। চায়ের দোকানে জমায়েত সরাতে গিয়ে এই হামলার মুখে পড়েছিলেন তাঁরা। এদিন বলেছেন জেলা পুলিশের এক কর্তা। এদিকে, বীরভূম জেলা পুলিশ শারীরিক নিগ্রহের শিকার না হলেও,  অনেক জায়গায় অশালীন মন্তব্যের মুখে পড়েছে। একই অবস্থা পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে এদিন আবার লকডাউন উপেক্ষা করে রাম নবমীর পুজোতে জমায়েত করতে দেখা গিয়েছে। বুধবার বীরভূমের এক রেশন দোকানের সামনে অত্যাধিক জমায়েত সরাতে না পেরে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। এই পরস্থিতিতেও সামাজিক দূরত্ব বজায়ের স্বার্থে পথে নেমেছে পুলিশ। কোথাও গান গেয়ে, কোথাও আবার মাইকিং করে নাগরিকদের ঘরের বাইরে পা না রাখতে অনুরোধ করছে পুলিশ। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.