This Article is From Nov 18, 2019

রাজ্যের মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী, দুজন মন্ত্রীকে গুরুদায়িত্ব

Cabinet Reshuffle: বিনয়কৃষ্ণ বর্মণ হলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ এবং সংখ্যালঘু দফতরের মন্ত্রী ও পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী হলেন শান্তিরাম মাহাতো

রাজ্যের মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী, দুজন মন্ত্রীকে গুরুদায়িত্ব

West Bengal: নিজের মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা:

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ফের রদবদল (Cabinet Reshuffle)। বিনয়কৃষ্ণ বর্মণকে রাজ্যের (West Bengal) অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ এবং সংখ্যালঘু জাতি এবং উপজাতি বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হল এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা হল শান্তিরাম মাহাতোকে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই রদবদলের কথা। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল না হওয়ার পরেই কোচবিহার জেলার মাথাভাঙ্গার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মণকে বনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কোচবিহার লোকসভা আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহাতোকেও পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী পদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। কেননা পুরুলিয়া লোকসভা আসনও জিতে নেয় বিজেপি।

এক সপ্তাহের মধ্যে কমবে পিঁয়াজের দাম, আশা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের সময় এ রাজ্যে বেশ ভাল ফল করে ভারতীয় জনতা পার্টি।  রাজ্যের উপজাতি অঞ্চলে বেশ ভালভাবেই নিজেদের জমি পোক্ত করেছে গেরুয়া দল।  বিনয়কৃষ্ণ বর্মণকে বরাদ্দ করা দুটি বিভাগেরই ইনচার্জ ছিলেন রাজিব বন্দ্যোপাধ্যায়, এবার তাঁকেই বন বিভাগের মন্ত্রী করা হল।

বুলবুলে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, জানালেন ক্ষতি ৫০,০০০ কোটি টাকারও বেশি

রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুসারে বন বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ব্রাত্য বসু এখন কেবল বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগেরই দেখাশোনা করবেন। এদিকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সুব্রত মুখোপাধ্যায়কে বরাদ্দ করা বিভাগটিতে আগে অতিরিক্ত দায়িত্বে থাকা শোভনদেব চট্টোপাধ্যায় এখন থেকে কেবলমাত্র বিদ্যুৎ বিভাগের দায়িত্বেই থাকবেন বলে জানিয়েছে রাজ্য সরকার।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.