This Article is From May 27, 2019

Uccha Madhyamik 2019-এর ফল প্রকাশিত, কীভাবে ওয়েবসাইট ও এসএমএসে জানবেন ফল?

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, স্কুলজীবনের এই শেষ পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখতে হবে wbchse.nic.in, wbresults.nic.in ওয়েবসাইটে।

Uccha Madhyamik 2019-এর ফল প্রকাশিত, কীভাবে ওয়েবসাইট ও এসএমএসে জানবেন ফল?
কলকাতা:

আজ, অর্থাৎ ২৭ মে ঘোষণা হল এ বছরের উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik) পরীক্ষার ফলাফল (West Bengal HS Board Examination)। আজ সকাল ১০.৩০ টা থেকে পরীক্ষার্থীরা নিজের ফলাফল (Class 12 Result) জানতে পারবেন৷ তার আগে সকাল ১০ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)৷ এই রাজ্যে এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক (class 12th Result) পরীক্ষা দিয়েছেন ৷ ১৩ মার্চ ছিল উচ্চ মাধ্যমিকের (12th class result) শেষ পরীক্ষা৷ পরীক্ষা শেষের ৭৪ দিনের মাথায় এবার ফলাফল ঘোষণা করতে চলেছে সংসদ৷ ভোটের পর্ব মিটতেই রাজ্যের পড়ুয়াদের একের পর এক পরীক্ষার ফলপ্রকাশ শুরু হয়েছে। ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, স্কুলজীবনের এই শেষ পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখতে হবে wbchse.nic.inwbresults.nic.in ওয়েবসাইটে। এবছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। এই বছর ৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন। আগামীকাল রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক সম্মেলনে করে ফলাফল ঘোষণা করা হবে। এক নজরে দেখে নিন পরীক্ষার্থীরা সহজেই ফলাফল জানতে পারবেন কীভাবে। 

সোমবার সকালেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানবেন কোন ওয়েবসাইটে?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB 12th 2019) জানার পদ্ধতি:

১. WBCHSE এর অফিসিয়াল সাইট Wbchse.nic.in দেখুন।

২. হোম পেজে ‘ক্লাস ১২ বোর্ডের ফলাফল' লিঙ্কটিতে ক্লিক করুন।

৩. ফলাফল জানতে পরীক্ষার্থীদের তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরটি দিতে হবে।

৪. সাবমিট ক্লিক করুন এবং আপনার ফলাফল জেনে নিন।

৫. ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি হার্ড কপি প্রিন্ট নিয়ে রাখুন।

কীভাবে দ্বাদশ শ্রেণির ফলাফল এসএমএসের মাধ্যমে জানবেন?

১: টাইপ করুন WB12 আপনার রোলনম্বর

২: ৫৬২৬৩ নম্বরে পাঠান

৩: কয়েক মিনিটের মধ্যেই ডাব্লুবিসিএসইউ উচ্চ মাধ্যমিক ফলাফল ২০১৯ আপনার ফোনের ইনবক্সে পৌঁছাবে।

পাহাড়কে ভালোবেসে এভারেস্টেই শেষশয্যা পাতলেন দুই পর্বতারোহী

ফলাফল প্রকাশের দিনই নিজ নিজ স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা। ২০১৮ সালে উচ্চ মাধ্যমিকের ফলাফল ৮ জুন ঘোষণা করা হয় এবং গতবার সামগ্রিক পাসের হার ছিল ৮৩.৭৫ শতাংশ।

.