This Article is From Aug 20, 2018

অপ্রচলিত শক্তির প্রচারের জন্য নতুন প্রকল্প রাজ্যেরঃ মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, সৌরবিদ্যুৎ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তির উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে।

অপ্রচলিত শক্তির প্রচারের জন্য নতুন প্রকল্প রাজ্যেরঃ মমতা

পরিকল্পনার কথা উল্লেখ করে মমতা লেখেন, “এর মধ্যে একটি প্রকল্প হল ‘আলোশ্রী’।

কলকাতা:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, সৌরবিদ্যুৎ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তির উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। “আজ জাতীয় অপ্রচলিত শক্তি দিবস। আমাদের রাজ্য সরকার সৌরবিদ্যুৎ সহ অপ্রচলিত অন্যান্য শক্তি যেমন ধরা যাক, জোয়ারভাঁটা থেকে উৎপন্ন শক্তি- ইত্যাদির জন্য রাজ্যে নতুন ও বৃহৎ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে”, টুইট করে জানান মমতা।

সৌর ভিত্তিক পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি লেখেন, “এর মধ্যে একটি প্রকল্প হল ‘আলোশ্রী’। যার ফলে সমস্ত সরকারি কার্যালয় ও বিদ্যালয়ের ছাদে সৌর প্যানেল যুক্ত করা হচ্ছে”।

প্রসঙ্গত, এর আগেই, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আগামী পাঁচ বছরে 300 মেগাওয়াট সৌরশক্তি সহ মোট 2000 মেগাওয়াট বেশি শক্তি উৎপন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানিয়েছিলেন রাজ্য সরকার ইতিমধ্যেই সৌরবিদ্যুৎ-এর অগ্রগতি নিয়ে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।

জাতীয় অপ্রচলিত শক্তি দিবসের আরেক নাম হল ‘অক্ষয় উর্জা দিবস’। ভারতে অপ্রচলিত শক্তির অগ্রগতির প্রচারের জন্য 2004 সালে 20 অগস্ট থেকে এই দিবস পালন করা শুরু হয়।

.