This Article is From Apr 06, 2020

করোনাকে রুখতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মিলিতভাবে কাজ করার পরামর্শ রাজ্যপাল ধনকড়ের

Coronavirus: মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি, অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের

করোনাকে রুখতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মিলিতভাবে কাজ করার পরামর্শ রাজ্যপাল ধনকড়ের

West Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

হাইলাইটস

  • একসঙ্গে কাজ করুন মোদি-মমতা, পরামর্শ রাজ্যপাল জগদীপ ধনকড়ের
  • করোনা ভাইরাসকে রুখতেই একসঙ্গে কাজ করার আহ্বান তাঁর
  • এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা পদক্ষেপের প্রশংসা করেন রাজ্যপাল
কলকাতা:

মারণ রোগ করোনার (Coronavirus) সঙ্গে যুঝতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মিলিতভাবে কাজ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এমন পরামর্শই দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে রাজ্য (West Bengal) সরকারের তরফ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে তাঁকে (Jagdeep Dhankhar) না জানানোয় উষ্মা প্রকাশ করতেও দেখা যায় রাজ্যপালকে। "গোটা বিশ্ব এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। এখন রাজনীতি করার সময় নয়, বরং রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে সকলের কাজ করা উচিত। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগদান করতেন তবে ভাল হত। আমি তাঁকে এই ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের সঙ্গে মিলিতভাবে কাজ করার জন্যে অনুরোধ করছি", বলেন তিনি।

এদিকে রবিবার রাত ৯ টার সময় ঠিক ৯ মিনিটের জন্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতীকী লড়াইয়ের ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট, টর্চ জ্বালায় গোটা দেশ। প্রধানমন্ত্রীর আর্জি মেনে রাজভবনের বৈদ্যুতিক আলোগুলোও ৯ মিনিটের জন্যে নিভিয়ে দেওয়া হয়।

করোনার বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দিয়ে মোমবাতি জ্বলল দেশজুড়ে

তবে রাজ্যপাল জগদীপ ধনকড় এও বলেন যে মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি। "আমি অভিযোগ করছি না, তবে আমার মনে হয় আমাকে এ বিষয়ে জানানো উচিত ছিল", বলেন তিনি।

এর আগেও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতভেদ হয় রাজ্যপালের। গত বছরের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব লেগে থাকতেই দেখেছে মানুষ। তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উদ্যোগী হয় কাজ করছেন তা নিয়ে সম্প্রতি প্রশংসা করতেও শোনা যায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে।

করোনা সংক্রমণের জেরে মৃত্যু, দাহ করলে ছড়াবে না সংক্রমণ, প্রচারে রাজ্য

দেশ জুড়ে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৫০০ জন, মৃতের সংখ্যা ৮৩। এই সংক্রমণ যাতে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যে টানা ২১ দিনের লকডাউন চলছে দেশে। বিশ্ব জুড়ে করোনা আক্রান্ত ১.২ মিলিয়ন এবং মৃতের সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.