This Article is From Dec 05, 2019

"দরজা বন্ধ কেন?" বিধানসভার অধিবেশন বন্ধ থাকা নিয়ে প্রশ্ন রাজ্যপাল ধনখড়ের

রাজ্যপালের কাছে যে বিলগুলি অনুমোদনের জন্যে পাঠানো হয়েছিল সেগুলির বিষয়ে সম্মতি না মেলায় মঙ্গলবার দু'দিনের জন্য অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করেন অধ্যক্ষ

West Bengal Assembly: বৃহস্পতিবার হঠাৎই বিধানসভা ভবনে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনখড়

কলকাতা:

রাজ্য বিধানসভার (West Bengal Assembly) দরজা কেন বন্ধ রাখা হয়েছে, বিধানসভা ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃণমূল কংগ্রেস সরকার দুদিনের জন্যে বিধানসভার অধিবেশন স্থগিত রাখে। এরপর বৃহস্পতিবার বিধানসভার বন্ধ দরজার সামনে গিয়ে রাজ্যপাল (Jagdeep Dhankhar) প্রশ্ন করেন যে, "বিধানসভা ভবনের দরজা বন্ধ কেন? বিধানসভার অধিবেশন স্থগিত হওয়ার অর্থ এই নয় যে বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেছে"। "ঐতিহাসিক ভবনটি দেখতে, এখানকার গ্রন্থাগারটি পরিদর্শন করতে এখানে এসেছি আমা ... পুরো সচিবালয় উন্মুক্ত করতে হবে". স্পষ্ট জানান তিনি। ধনখড় আরও বলেন, "আমার দায়িত্ব সংবিধান রক্ষা করা"।

"এটা আসলে আমাকে অপমান করা হচ্ছে না। গণতন্ত্রকেই অপমান করা হচ্ছে", বলেন ধনখড়। 

রাজ্যপালের কাছে যে বিলগুলি অনুমোদনের জন্যে পাঠানো হয়েছিল সেগুলির বিষয়ে সম্মতি না মেলায় মঙ্গলবার দু'দিনের জন্য অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় সম্মান প্রদর্শন করেননি মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের

রাজ্য বিধানসভার অধ্যক্ষ ঘোষণা করেন যে বুধবার ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন স্থগিত রেখে শুক্রবার ফের শুরু হবে। "আমরা কিছু বিল বিধানসভায় পেশ করার বিষয় আগেই ঠিক করে রেখেছিলাম এবং নিয়ম মেনে সেই বিলগুলি উপস্থাপনের আগে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাই। কিন্তু সেই বিলগুলিতে এখনও রাজ্যপালের অনুমোদন মেলেনি তাই আমরা সেগুলি বিধানসভাতে উপস্থাপনও করতে পারছি না... সুতরাং বিধানসভার অধিবেশন আগামী ২ দিনের জন্য স্থগিত থাকবে", মঙ্গলবার বলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল জগদীপ ধনখড় জানান যেহেতু বিধানসভা ভবনের মূল প্রবেশদ্বারটি বন্ধ ছিল তাই তিনি মিডিয়া গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। রাজ্যপাল একথাও জানান যে তিনি বুধবারই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন যে বিধানসভার সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেএবং সেখানকার গ্রন্থাগার পরিদর্শন করতে তিনি সেখানে যেতে চান। তিনি বলেন যে অধ্যক্ষ তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাঁকে মধ্যাহ্নভোজনের জন্যে আমন্ত্রণ জানান।

আমন্ত্রিত হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, স্বাগত জানাতে এলেন না কেউ

বৃহস্পতিবার সকালে রাজভবনে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে তিনি যে গেট দিয়ে বিধানসভায় ঢোকেন, অধিবেশন বন্ধ থাকায় সেটি এ দিন বন্ধ ছিল। সেখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেন রাজ্যপাল। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বা বিরোধী দলনেতা উপস্থিত না-থাকায় গেট খোলার সিদ্ধান্ত নিতে পারেননি মার্শালরা। বন্ধ গেটের সামনে দাঁড়িয়েই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

জানা গেছে, প্রায় ১৮ মিনিট অপেক্ষা করার পর তিনি বলেন, 'বিধানসভার অধিবেশন চলছে না মানে বিধানসভা বন্ধ নয়। কেন এই গেট বন্ধ থাকবে? আমিও পরিষদীয় মন্ত্রী ছিলাম, বিধানসভা এই ভাবে বন্ধ থাকতে পারে না। অধ্যক্ষের সচিব আমার সচিবকে জানিয়েছিলেন তিনি খুব খুশি আমি আসছি বলে। আমাকে স্ত্রীকে নিয়ে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ করা হয়। কিন্তু তার কিছু ক্ষণের মধ্যেই কী হল জানি না, ফের আমার সচিবকে ফোন করে বলা হয় যে অধ্যক্ষ থাকতে পারবেন না। ওঁর সচিবরাও থাকতে পারবেন না। এ ভাবে গণতন্ত্র চলতে পারে না। বিধানসভার অধ্যক্ষ আমাকে স্বাগত জানাবেন বলেছিলেন। তাঁকে চিঠি লিখব। এই ধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত'।

চোখ রাখুন অন্য খবরেও:

.