This Article is From Feb 27, 2019

প্রবল টেনশনের আবহে ১৪ জন পাক বন্দিকে উচ্চ নিরাপত্তার সেলে রাখল রাজ্য সরকার

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ বেড়ে ওঠা টেনশনের কারণেই এই ব্যবস্থা বলে জানালেন কারা দফতরের এক পদস্থ কর্তা

প্রবল টেনশনের আবহে ১৪ জন পাক বন্দিকে উচ্চ নিরাপত্তার সেলে রাখল রাজ্য সরকার

১৪ জন বন্দির মধ্যে ৪ জনকে প্রেসিডেন্সি এবং ১০ জনকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।

কলকাতা:

যে ১৪ জন পাকিস্তানি বন্দি রয়েছে এই রাজ্যের সংশোধানাগারে, তাদের জন্য উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ বেড়ে ওঠা টেনশনের কারণেই এই ব্যবস্থা বলে জানালেন কারা দফতরের এক পদস্থ কর্তা। রাজস্থানের সেন্ট্রাল জেলে এক ৫০ বছর বয়সী পাক বন্দিকে মেরে ফেলেছে তার সহবন্দিরা। খবরটি পাওয়ার পরই আর কোনও ‘রিস্ক' নিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। তড়িঘড়ি এই ব্যবস্থা গ্রহণ করা হয়। “পাকিস্তানি বন্দিদের এই পরিস্থিতিতে অন্যান্য বন্দিদের থেকে আলাদা করে রাখার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজস্থানের সেন্ট্রাল জেলের এই অপ্রীতিকর ঘটনার পর আমরা আর কোনও সুযোগ নিতে চাই না। উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এমন সেলেই রাখা হয়েছে তাদের। যেখানে আমেরিকান সেন্টারে হামলা করা বা মাওবাদীদের মতো হেভিওয়েট বন্দিরাও রয়েছে”, জানান এক কারা-কর্তা।

তিনটি ধাপের নিরাপত্তা ব্যবস্থাও লাগু করা হয়েছে ওই ১৪ বন্দিদের জন্য। বলেন ওই কর্তা।

বুধবার সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানান, এই ১৪ জন বন্দির মধ্যে বেশিরভাগেরই সহবন্দিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনওরকম পদস্খলন চাই না। ওই ১৪ জন বন্দির নিরাপত্তা আমাদের এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তার কারণ।

তিনি আরও জানান, ভিসা সমস্যা এবং অন্যান্য কারণের জন্য শাস্তি পাওয়া এই ১৪ জন বন্দির মধ্যে ৪ জনকে প্রেসিডেন্সি সংশোধানাগার এবং ১০ জনকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.