This Article is From May 07, 2020

করোনা পরিস্থিতিতে রাজ্যে ৯২,০০০ মানুষের সন্ধান মিলল যাঁরা জ্বর-শ্বাসকষ্টে ভুগছে!

West Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত একমাসে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি পরিবারের প্রতি খেয়াল রেখে ওই অসুস্থদের সন্ধান মিলেছে

করোনা পরিস্থিতিতে রাজ্যে ৯২,০০০ মানুষের সন্ধান মিলল যাঁরা জ্বর-শ্বাসকষ্টে ভুগছে!

COVID-19: বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫৬ জন (ফাইল চিত্র)

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গে করোনার কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের
  • গোটা রাজ্যে এখন করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১,৪৫৬ জন
  • ক্রমেই বাড়ছে সংক্রমণের সংখ্যা, দেশে মোট করোনা রোগী ৫২,৯০০ জন
কলকাতা:

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও (West Bengal) পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই আপদকালীন পরিস্থিতিতে (COVID-19) অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে ৯২,০০০ এরও বেশি মানুষের সন্ধান পেয়েছে যাঁরা জ্বর-শ্বাসকষ্ট সহ  ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে আবার তীব্র শ্বাসকষ্টে ভুগছেন এমন ৮৭০ জনকে আলাদা করে শনাক্ত করা হয়েছে। গত একমাসে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি পরিবারের প্রতি খেয়াল রেখেই ওই অসুস্থদের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী এই আশ্বাসও দেন যে, "ভাইরাসকে না নির্মূল করা পর্যন্ত এই নজরদারি চলবে"। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা (SARI) এবং ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতায় (ILI)  ভুগছেন এমন মানুষদের শনাক্ত করার জন্য গত এক মাস ধরে মানুষের দরজায় দরজায় গিয়ে খোঁজখবর করা চলছে"।

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩,৫৬১ জন, দেশ জুড়ে মোট আক্রান্ত ৫২,৯০০, মৃত ১,৭৮৩

"৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত রাজ্যের ৫.৫ কোটিরও বেশি বাড়িতে গিয়ে খোঁজখবর করা হয়েছে। এসএআরআই (SARI) আক্রান্ত মোট ৮৭২ জনের সন্ধান মিলেছে। সব মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতায় আক্রান্ত ৯১,৫১৫ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে", নিজের ফেসবুকে পোস্টে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, গত চার সপ্তাহ ধরে ৬০,০০০ বিশেষ প্রশিক্ষিত আশা ও স্বাস্থ্যকর্মীরা এই কাজ করে চলেছেন।

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মাত্র ২টি ট্রেন চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার: অধীর চৌধুরী

"সবসময়েই নজরদারি আমাদের প্রারম্ভিক সতর্কতা সংকেত দেয় এবং কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সক্রিয় পদক্ষেপ", বলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকেরও দায়িত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ৩৭৫ জনকে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে ৬২ জনের করোনা পজিটিভি বেরিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসা শুরু করা হয়েছে। "নজরদারি সবসময়ই বজায় রাখার সবরকম প্রচেষ্টা চলছে এবং আমরা কোভিড -১৯ কে একসঙ্গে বাংলা থেকে তাড়াবো, ওই রোগকে পরাজিত না করা পর্যন্ত আমরা থামব না", বলেন মুখ্যমন্ত্রী।

বুধবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। গোটা রাজ্যে এখন করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১,৪৫৬ জন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.