This Article is From Sep 18, 2018

জার্মানিতে গিয়ে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

জার্মানিতে গিয়ে রাজ্যে এসে বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

জার্মানিতে গিয়ে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

তাঁর এই বারো দিনের বিদেশ সফরকে কটাক্ষ করেছে বিরোধীরা। 

হাইলাইটস

  • 12 দিনের বিদেশ সফরে মমতা
  • জার্মানি থেকে বিনিয়োগের আবেদন করলেন মুখ্যমন্ত্রী
  • মমতা জানান বাংলায় বিনিয়োগ করলে শিল্পপতিরাও লাভবান হবেন
কলকাতা:

জার্মানিতে গিয়ে রাজ্যে এসে বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। সে দেশের শিল্পপতিদের সভায় হাজির হয়ে মমতা মঙ্গলবার বলেন বাংলায় ভাল জায়গা থেকে শুরু করে দক্ষ শ্রমিক সবই আছে।  তাই এখানে বিনিয়োগ করলে শিল্পপতিদেরও ভাল হবে। জার্মানির ফ্র্যাঙ্কফুটের এই সভায় মমতা বলেন,  বাংলা ও জার্মানির মধ্যে অনেক রকম মিল আছে।

জার্মানিতে উৎপাদন শিল্পে এগিয়ে। তাছাড়া জার্মানির ফুটবলও বিশ্ববিখ্যাত। একই ভাবে বাংলাতেও  সবাই ফুটবল ভালবাসে। এরপর বিনিয়োগলারীদের কাছে বাংলার ভৌগলিক অবস্থান কেমন তা তুলে ধরার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলা হল পূর্ব ভারতের  প্রাণকেন্দ্র। তাছাড়া এখান থেকে নেপাল, ভুটান থেকে শুরু করে ব্যাঙ্ককেও সহজে পৌঁছে যাওয়া যায়। পাশাপাশি এ রাজ্যের বর্তমান অবস্থা কেমন সেটার ব্যাখায় দেন মমতা। বলেন এই বাংলাতেই দেশের মধ্যে সবচেয়ে বেশি দক্ষ শ্রমিক পাওয়া যায়।

তাছাড়া কৃষি থেকে শুরু করে অন্য অনেক ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়েছে বাংলা। তবে তাঁর এই বারো দিনের বিদেশ সফরকে কটাক্ষ করেছে বিরোধীরা।  রাজ্যে শিল্প আনতে 12 দিনের জন্য জার্মানি এবং ইতালি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই সুর চড়াল কংগ্রেস এবং বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা এই বিদেশ সফরের সমালোচনায় সরব হয়েছেন। অধীরের দাবি গত কয়েক বছরে রাজ্যে কতটাকার বিনিয়োগ এসেছে তা শ্বেতপত্র প্রকাশ করে জনানো হোক। অন্যদিকে রাহুল সিনহার দাবি বিদেশ সফরে না গিয়ে মুখ্যমন্ত্রীর উচিত যাতে রাজ্যে সুশাসন থাকে সেটা  দেখা।

 

.