This Article is From Dec 12, 2019

বাংলাই বিনিয়োগের আদর্শ স্থান, বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

Business Conclave: বাম শাসনের সময় রাজ্য অর্থনৈতিক অগ্রগতিতে পিছিয়ে ছিল, তাঁর আমলে রাজ্যের জিডিপি অনেক ভাল, বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাই বিনিয়োগের আদর্শ স্থান, বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

West Bengal: দিঘায় বাংলার বাণিজ্যিক সম্মেলনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গই বিনিয়োগের জন্য আদর্শ স্থান, বললেন মুখ্যমন্ত্রী
  • দিঘায় আয়োজিত বাণিজ্য সম্মেলনে ওই আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়
  • তাঁর আমলে রাজ্যের জিডিপি বেড়েছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
পূর্ব মেদিনীপুর:

পশ্চিমবঙ্গই বিনিয়োগের জন্য আদর্শ স্থান, দিঘায় আয়োজিত বাণিজ্য সম্মেলনে (Business Conclave) শিল্পপতিদের উদ্দেশে এ রাজ্যে (West Bengal) এসে বিনিয়োগ করার বিষয়ে দরাজ আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সামগ্রিক অর্থনৈতিক দুরবস্থার জন্যে তিনি (Mamata Banerjee) সরাসরি দুষলেন কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারকে। পশ্চিমবঙ্গ বিনিয়োগের সেরা স্থান, শিল্পপতিদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত বাংলা, তাই বিনিয়োগ করুন এ রাজ্যে, আহ্বান মুখ্যমন্ত্রীর। "বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে ... আমাদের দেশের পরিস্থিতিই দেখুন। ভারতে শিল্প ক্ষেত্রে উৎপাদন ও এফডিআই বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। ক্রমশই বাড়ছে বেকারত্ব", দিঘার বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

"পশ্চিমবঙ্গ অনেক কম দুর্নীতিগ্রস্ত রাজ্য": মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন যে বাম শাসনের সময় দেশের মধ্যে এই রাজ্য অর্থনৈতিক অগ্রগতিতে অনেকটাই পিছিয়ে ছিল,কিন্তু তাঁর আমলে সেই ঘটনার পরিবর্তন হয়েছে, রাজ্য অর্থনৈতিক দিক থেকে এগিয়েছে, বেড়েছে জিডিপিও।

"আগে যখন আমরা আমাদের রাজ্যের কথা বলতাম তখন বাম আমলে এখানকার অর্থনৈতিক অগ্রগতি ধীরগতির ছিল। এখন, আপনারা জিডিপির (রাজ্যের) দিকে তাকান", জোর গলায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

"সরকার গরুর গাড়ির গতিতে কাজ করছে": বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়

মুখ্যমন্ত্রী আরও বলেন যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গের সামগ্রিক দারিদ্র্য হ্রাস পেয়েছে।

"দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। এটি এখন ৬  শতাংশে এসে দাঁড়িয়েছে ... এটিই প্রমাণ করে যে আমরা উন্নয়নের লক্ষ্যে কাজ করছি", বাণিজ্যিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন এই ভিডিও:

.