This Article is From Feb 03, 2020

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু রাজ্যের বাজেট অধিবেশন: রাজ্যপাল

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবারও পার্থ চট্টোপাধ্যায়ের রাজ ভবনে যাওয়ার কথা। তাঁর সঙ্গে যাবেন অর্থমন্ত্রী অমিত মিত্রও।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু রাজ্যের বাজেট অধিবেশন: রাজ্যপাল

শুক্রবার রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশন‌ শুরু হবে বলে জানান রাজ্যপাল।

হাইলাইটস

  • ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন
  • জানানো হয়েছে রাজভবন থেকে
  • ১০ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট

রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) সোমবার জানালেন ২০২০-২১ সালের রাজ্য বাজেট অধিবেশন (West Bengal Budget Session) হবে ৭ ফেব্রুয়ারি। রাজ ভবনে এদিন এক বিবৃতিতে রাজ্যপাল জানান, ৭ ফেব্রুয়ারি দুপুর দু'টোর সময় বাজেট অধিবেশন হবে সংসদের ১৭৪(১) ধারা মেনে। সূত্রানুসারে, রবিবার রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ ভবনে যান। সেখানে বিবিধ বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে অন্যতম ছিল বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশন সংক্রান্ত আলোচনা। এক বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, ‘‘তাঁরা রাজ্যপালের বক্তৃতা সম্পর্কে আলোচনা করেন। রাজ ভবন ও রাজ্য সরকারের মধ্যে অনেক উত্তেজনা রয়েছে। সেই কারণে বক্তৃতার বিষয়ে আগে আলোচনা করে নেওয়া প্রয়োজন।''

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবারও পার্থ চট্টোপাধ্যায়ের রাজ ভবনে যাওয়ার কথা। তাঁর সঙ্গে যাবেন অর্থমন্ত্রী অমিত মিত্রও।

প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বারাবর সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার।

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১০ ফেব্রুয়ারি রাজ্যের মন্তিসভা বাজেট পেস করবে।

আরও জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দফতর, কলকাতা পুর উন্নয়ন দফতর, কলকাতা পুরসভা ও দুর্গাপুর পুরসভায় প্রায় ৪০০ শূন্যপদ পূরণ করায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

তাছাড়া গত ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমস্ত স্কুল শিক্ষকককে তাঁর বাসস্থানের জেলাতেই নিযুক্ত করার ব্যাপারেও পদক্ষেপ করতে চলেছে মন্ত্রিসভা।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.