This Article is From Nov 16, 2018

সোমনাথ ও পঙ্কজকে স্মরণ করে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন

আজ থেকে শুরু হল রাজ্যের বিধানসভা অধিবেশন। অধিবেশন শুরুর আগে এই রাজ্যের কয়েকজন বিখ্যাত ও সদ্যপ্রয়াত নেতাদের মৃত্যুতে শোকপ্রকাশ করে নীরবতা পালন করা হল।

সোমনাথ ও পঙ্কজকে স্মরণ করে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন
কলকাতা:

আজ থেকে শুরু হল রাজ্যের বিধানসভা অধিবেশন। অধিবেশন শুরুর আগে এই রাজ্যের কয়েকজন বিখ্যাত ও সদ্যপ্রয়াত নেতাদের মৃত্যুতে শোকপ্রকাশ করে নীরবতা পালন করা হল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। ১০-বারের সাংসদ তথা প্রাক্তন সিপিআইএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের জীবনাবসান হয় চলতি বছরের অগস্ট মাসে। 

রাজ্যের স্কুলগুলিতে কাউন্সেলর রাখার নির্দেশ হাইকোর্টের

তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন এই বছরের অক্টোবর মাসে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে নভেম্বর মাসের ২৯ তারিখ পর্যন্ত।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.