This Article is From Sep 18, 2019

#WeMetOnTwitter: টুইটারে আজ মিম-ঝড় তুলেছে 'কে প্রথম কাছে এসেছি'র মজাদার সব গল্প

#WeMetOnTwitter হ্যাশট্যাগ দিয়ে টুইটারে পোস্টের সংখ্যা ছাড়িয়েছে ৫,০০০ টিরও বেশি।

#WeMetOnTwitter: টুইটারে আজ মিম-ঝড় তুলেছে 'কে প্রথম কাছে এসেছি'র মজাদার সব গল্প

টুইটারে আজ ঝড় তুলেছে #WeMetOnTwitter ট্রেন্ড

আজ টুইটার প্রেমময়! নাহ, ভ্যালেন্টাইন্স ডে নয়, #WeMetOnTwitter এর মতো সুন্দর একটি ট্রেন্ডিং হ্যাশট্যাগই আজকের মাইক্রোব্লগিং সাইটে সকাল থেকে যেন প্রেমের হাওয়া বইয়ে দিয়েছে। রোমান্টিক পোস্টে মানুষ আজ জানাচ্ছেন, তাঁদের জীবনের সেই বিশেষ মানুষটির সঙ্গে এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটে কীভাবে আলাপ হল তাঁদের! জীবনের গুরুত্বপূর্ণ সেই মানুষটির সঙ্গে কীভাবে জমল আলাপ? প্রথম কথোপকথন শুরুই বা কীভাবে? সমস্ত গল্পই আজ মানুষ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই হ্যাশট্যাগটি দিয়ে। তবে শুধু রোমান্টিক গল্প নয়! এই হ্যাশট্যাগ জন্ম দিয়েছে একের পর এক মিমেরও! #WeMetOnTwitter হ্যাশট্যাগ দিয়ে টুইটারে পোস্টের সংখ্যা ছাড়িয়েছে ৫,০০০ টিরও বেশি। 

এ কেমন মাছ! বিশাল চোখের অদ্ভুত দর্শন ‘ডাইনোসর মাছ' ভাইরাল ইন্টারনেটে

মিম নির্মাতারা মাইক্রোব্লগিং ওয়েবসাইটে আজ সকাল থেকেই #WeMetOnTwitter ট্রেন্ডটিকে যেন আরও জনপ্রিয় করে তুলেছেন। এই মিমগুলির বেশিরভাগই মানুষের রোমান্টিক ভাগ্য (বা ভাগ্যের অভাব) বিষয়েই তৈরি। কয়েকটি রোমান্টিক মিম এতটাই হাসির যে নিজের সেই সব সোনায় মোড়া দিনের কথা মনে পড়ে হাসতে হাসতে পেট ফেটে যাবে আপনার!

জলে ডুবছে মানুষ, প্রাণ বাঁচাতে এগিয়ে এল হস্তিশাবক! দেখুন মন ভালো করা ভিডিও

তবে, কেবল যে টুইটারে একাকীত্বের গল্পই শেয়ার হয়েছে তা নয়। ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করে মানুষজন বেশ মন ভালো করা পোস্টের মাধ্যমে তাদের জীবনের প্রেমের গল্পও সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দেখে নিন এক ঝলক:

এতগুলোর মধ্যে কোনটা আপনার মন ভালো করেছে? আমাদের মন্তব্য বিভাগে অবশ্যই জানান।

Click for more trending news


.