This Article is From Nov 22, 2019

Weather Update Eden: ঐতিহাসিক ইডেন ম্যাচে কেমন থাকবে কলকাতার আকাশ?দেখুন ওয়েদার রিপোর্ট

ক্রিকেটের নন্দনকাননে এই উৎসব শুরু হচ্ছে বেলা একটায়। প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলা হবে।

Weather Update Eden: ঐতিহাসিক ইডেন ম্যাচে কেমন থাকবে কলকাতার আকাশ?দেখুন ওয়েদার রিপোর্ট

Weather Update Eden: আজ ঐতিহাসিক ইডেন ম্যাচে কেমন থাকবে কলকাতার আকাশ

কলকাতা:

শহর কলকাতায় (Weather Update Eden) আজ উৎসবের শুরু। ইডেন (Eden) ময়দানে আজ ক্রিকেট উৎসব। ক্রিকেটের নন্দনকাননে এই উৎসব শুরু হচ্ছে বেলা একটায়। প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলা হবে। শহরও সেজেছে গোলাপি রঙে, থ্রিডি ম্যাপিং থেকে শহরের পার্ক, লঞ্চ, শহরের আনাচে কানাচে এখন শুধুই গোলাপি রঙের আভা। উদ্দেশ্য একটাই, ভারতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম গোলাপি বলের অভিষেক। শহরের প্রায় সমস্ত পাঁচতারা হোটেলে বুকিং ফুল। তাবড় তাবড় রাষ্ট্রনেতা থেকে সেলিব্রিটি আজ সবাই ইডেনমুখী। কে আসছেন না! সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, মেরি কম, অভিনব বিন্দ্রা থেকে শুরু করে রাণী-মুখার্জী পর্যন্ত আজ ইডেনে ক্রিকেটারদের সমর্থন জানাতে উপস্থিত থাকবেন।

ভারত-বাংলাদেশ প্রথম দিন-রাতের  টেস্ট ম্যাচে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেনই। গতকালই বিসিসিআইয়ের নতুন সচিব জয় শাহ এসে পৌঁছেছেন শহরে।  বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহকে কে বারে বারে দেখা গেছে ইডেনের সবুজ গালিচায় খোঁজখবর নিতে। দেশ-বিদেশের নানা অতিথি আজ ইডেনের গ্যালারিতে থাকবেন। তাই তাদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তা সরেজমিনে খতিয়ে দেখছে টিম বিসিসিআই এবং টিম সিএবি। ক্রিকেটের এই রাজসূয় যজ্ঞের জন্য নানান আয়োজন করা হয়েছে। আগামী পাঁচ দিন উৎসবকে ঘিরে কলকাতায় পরিবেশ এখন সত্যিই মনোরম। উৎসব-আনন্দে সবাই সামিল হবেন নিশ্চয়ই কিন্তু ২২ গজের জন্য সবচেয়ে  গুরুত্বপূর্ণ ব্যাট ,বল ,মাঠ আর আবহাওয়া।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ঝকঝকে থাকবে আকাশ। ২৪ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। হালকা ঠান্ডা ভাব ভাব বজায় থাকবে। সুতরাং অত্যন্ত মনোরম পরিবেশে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে একঝাঁক তারকার মাঝে বসে তারিয়ে তারিয়ে ক্রিকেট উপভোগ করতে পারবেন সমর্থকরা।

.