This Article is From Jun 19, 2019

WBJEE Results 2019: ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল ২০ জুন, কীভাবে জানবেন নিজের র‍্যাঙ্কিং?

WBJEE Results 2019: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যান্দু কর জানান, আগামীকাল বৃহস্পতিবার, দুপুর ১টার সময় সাংবাদিক বৈঠক হবে।

WBJEE Results 2019: ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল ২০ জুন, কীভাবে জানবেন নিজের র‍্যাঙ্কিং?
কলকাতা:

আগামীকাল ২০ জুন দুপুর ১টায় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের (WBJEE Results 2019) ফলপ্রকাশ হতে চলেছে৷ ইঞ্জিনিয়ারিং কলেজে (Engineering Entrance Examination) ভর্তির জন্য এই পরীক্ষার আয়োজন হয়ে থাকে৷ এইদিনই দুপুর ২টো থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জয়েন্ট এন্ট্রাস বোর্ড (West Bengal Joint Entrance Board) সূত্রের খবর বোর্ডের ওয়েবসাইটেই যাবতীয় তথ্য পাবেন পরীক্ষার্থীরা৷ এবারে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী ৷ 

“বর্ণবিদ্বেষী” মন্তব্যের জের, রবীন্দ্রভারতীর চার বিভাগীয় প্রধানের পদত্যাগ

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যান্দু কর জানান, আগামীকাল বৃহস্পতিবার, দুপুর ১টার সময় সাংবাদিক বৈঠক হবে। দুপুর ২ টো আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। গত ২৬ মে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার ৩০২ টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রাস (ইঞ্জিনিয়রিং) পরীক্ষা পরিচালিত হয়েছিল। এবার লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছুটা পিছিয়ে যায় পরীক্ষার দিন। পরীক্ষার ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

ফলাফল ঘোষণার পরেই শুরু হবে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় কাউন্সেলিং প্রক্রিয়া।

.