This Article is From Jul 23, 2019

ভেটেরিনারি প্রবেশিকা পরীক্ষা(EVETS) ফলাফল ঘোষণা করল WBJEE

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড (WBJEEB) ভেটেরিনারি সার্জন প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে যা ইভিটিএস নামেও পরিচিত। ২৯ জুন ওই পরীক্ষা নেওয়া হয়।

ভেটেরিনারি প্রবেশিকা পরীক্ষা(EVETS) ফলাফল ঘোষণা করল WBJEE

WBJEE EVETS -এর ফলপ্রকাশ: জেনে নিন কিভাবে দেখবেন ফল

নয়া দিল্লি:

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড (WBJEEB)  ভেটেরিনারি সার্জন প্রবেশিকা পরীক্ষার ফলাফল (evets result 2019) ঘোষণা করেছে যা ইভিটিএস নামেও পরিচিত। ২৯ জুন ওই পরীক্ষা নেওয়া হয়। পশ্চিমবঙ্গের (West Bengal) পশু ও মৎস্য বিজ্ঞান বিভাগের অধীনে ভেটেরিনারি ও পশু বিজ্ঞান অনুষদের ভর্তির জন্য বার্ষিক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে ইভিইটিএস(EVETS )। পশ্চিমবঙ্গে স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর পেশাদার কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করার ক্ষমতা দেওয়া হয় ডব্লুবিজেইই (WBJEEB )-কে।

WBJEE EVETS Result

এই প্রবেশিকা পরীক্ষা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে 10 + 2 এর একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাসের  উপর ভিত্তি করে নেয় ইভিইটিএস(EVETS )।

গত ২৯ জুন দুই ভাগে এই পরীক্ষা সম্পন্ন হয়েছিল।

জেনারেল মেরিট রাঙ্ক বা জিএমআর-এর (WBJEE EVETS result) ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সেলিং এবং বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আসনগুলির জন্য বিবেচনা করা হবে।

.