This Article is From Jun 26, 2019

WBJEE Counselling Registration: জয়েন্টের কাউন্সেলিংয়ের বিশদ জানুন wbjeeb.nic.in-এ

WBJEE counselling 2019: চলতি বছরের ২০ জুন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয় এবং র‍্যাঙ্ক তালিকা দু’দিন পরেই ঘোষণা করা হয়।

WBJEE Counselling Registration: জয়েন্টের কাউন্সেলিংয়ের বিশদ জানুন wbjeeb.nic.in-এ

WBJEE counselling registration সম্পন্ন করা যাবে wbjeeb.nic.in. ওয়েবসাইটে

নিউ দিল্লি:

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examinations (WBJEE) Board) বা WBJEEB গতকাল থেকেই ২০১৯ সালের জয়েন্টের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন (registration process for WBJEE counselling) প্রক্রিয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রযুক্তিগত কোর্সে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এর মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। রেজিস্ট্রেশন এবং নিজস্ব পছন্দ বাছাইয়ের সুবিধা ২৯ জুন পর্যন্ত খোলা থাকবে। প্রথম দফার আসন বরাদ্দের ফলাফল ৩ জুলাই ঘোষণা করা হবে বলেই জানিয়েছে জয়েন্ট বোর্ড। ভর্তি প্রক্রিয়া ২০ জুলাই বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। 

“কাট মানি'' প্রতিরোধে কড়া মমতা রাজত্বের পুলিশ, হতে পারে যাবজ্জীবন

চলতি বছরের ২০ জুন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Exam (WBJEE) result 2019) ফলাফল অনলাইনে প্রকাশ করা হয় এবং র‍্যাঙ্ক তালিকা দু'দিন পরেই ঘোষণা করা হয়।

WBJEE 2019 Counselling: জয়েন্ট 2019 কাউন্সেলিং: গুরুত্বপূর্ণ দিনগুলি

অনলাইন রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড তৈরি এবং রেজিস্ট্রেশন ফি প্রদান: ২৫ জুন থেকে ২৯ জুন, ২০১৯

অনলাইন নিজের পছন্দ জানানোর দিন: ২৫ জুন থেকে ৩০ জুন, ২০১৯

প্রার্থীদের দ্বারা চয়েস লকিং: ২৯ জুন থেকে ৩০ জুন, ২০১৯

সিস্টেম দ্বারা চয়েস লকিং: ৩০ জুন, ২০১৯

প্রথম দফার আসন ভাগাভাগির ফলাফল: ৩ জুলাই, ২০১৯

ভর্তির ফি প্রদান (provisional admission fees) এবং নথি যাচাইকরণের জন্য (শুধুমাত্র নতুন বরাদ্দের জন্য) আরসিগুলিতে রিপোর্টিং অথবা প্রত্যাহারের সময়: ৪ জুলাই থেকে ৭ জুলাই, ২০১৯

 “ধাক্কা দেবেন না”, সংসদে সংবাদমাধ্যম ঘিরে ধরায় বিরক্ত নুসরত জাহান, মিমি

দ্বিতীয় দফার আসন ভাগাভাগির ফলাফল: ৯ জুলাই, ২০১৯

ভর্তির ফি প্রদান (provisional admission fees) এবং নথি যাচাইকরণের জন্য (শুধুমাত্র নতুন বরাদ্দের জন্য) আরসিগুলিতে রিপোর্টিং অথবা প্রত্যাহারের সময়: ১০ জুলাই থেকে ১১ জুলাই, ২০১৯

তৃতীয় দফার আসন ভাগাভাগির ফলাফল: ১৩ জুলাই, ২০১৯

ভর্তির ফি প্রদান (provisional admission fees) এবং নথি যাচাইকরণের জন্য (শুধুমাত্র নতুন বরাদ্দের জন্য) আরসিগুলিতে রিপোর্টিং অথবা প্রত্যাহারের সময়: ১৫ জুলাই থেকে ১৭ জুলাই, ২০১৯

নিজ নিজ প্রতিষ্ঠানে (পিআই) নিজে উপস্থিত থেকে ভর্তি হওয়া: ৪ জুলাই থেকে ২০ জুলাই, ২০১৯

ই-ভর্তি প্রক্রিয়া বন্ধ হচ্ছে: ২০ জুলাই, ২০১৯

.