This Article is From Aug 14, 2019

রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্যে আবেদন করেছেন? প্রকাশ হল ইন্টারভিউয়ের কল লেটার

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB) কনস্টেবল নিয়োগের জন্য সাক্ষাৎকারের কল লেটার প্রকাশ করেছে।

রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্যে আবেদন করেছেন? প্রকাশ হল ইন্টারভিউয়ের কল লেটার

ডাব্লুবিপিআরবি কনস্টেবল নিয়োগের ইন্টারভিউয়ের কল লেটার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে

নয়া দিল্লি:

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB) তাদের কনস্টেবল নিয়োগের (WBPRB constable recruitment) জন্য ইন্টারভিউয়ের কল লেটার (WBRP constable interview call letter) প্রকাশ করেছে। গত ৮ অগাস্ট, ২০১৯ এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে নিয়োগ বোর্ড। বিভিন্ন নিয়োগ বোর্ডের আওতায় ২৬ অগাস্ট থেকে ওই ইন্টারভিউ শুরু হওয়ার কথা রয়েছে। কনস্টেবলের (WBRP constable recruitment 2019) বাছাই প্রক্রিয়াটির মধ্যে একটি প্রাথমিক লিখিত পরীক্ষাও রয়েছে যার পরে শারীরিক পরিমাপ পরীক্ষা (পিএমটি), শারীরিক দক্ষতা পরীক্ষা (পিইটি), চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ (WBRP constable interview) হয়।

ইন্টারভিউ বাছাই প্রক্রিয়ার শেষ পর্যায় এবং প্রার্থীদের চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য তালিকাভুক্ত করা হবে।

WBPRB-এর কনস্টেবল নিয়োগের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ২০১৯ (WBPRB constable interview admit card 2019): কীভাবে ডাউনলোড করবেন?

প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে যান: http://wbpolice.gov.in

দ্বিতীয় ধাপ: হোম পেজে গিয়ে recruitment লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় পদক্ষেপ: ইন্টারভিউয়ের জন্যে e-call letter লিঙ্কে ক্লিক করুন।

চতুর্থ ধাপ: আবেদনের নম্বর এবং জন্ম তারিখ লিখুন।

পদক্ষেপ পাঁচ: Submit করুন এবং ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

WBPRB Constable Interview Call Letter Download: Direct Link 

ইন্টারভিউয়ের ই-কল লেটারগুলি ডাউনলোড করার পরে, প্রার্থীদের কল লেটারে উল্লিখিত সমস্ত বিবরণ এবং নির্দেশাবলী পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখের আগে তাদের ই-কল চিঠিগুলির প্রিন্ট আউট বের করে নিতে হবে। প্রার্থীদের অবশ্যই ইন্টারভিউয়ের জন্য ই-কল লেটারে বর্ণিত আইডেন্টিফিকেশন এবং অন্যান্য তথ্য়ের প্রমাণ সহ আবেদনের সময় দেওয়া একই ছবি সঙ্গে রাখতে হবে।

.