This Article is From Jul 05, 2018

KOLKATA NEWS: উত্তর বঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, তোর্সা নদী বিপদ সীমার পাশ দিয়ে বইছে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে

KOLKATA NEWS: উত্তর বঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা
কলকাতা:

উত্তর বঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সতর্কতা জারি করা হল।

''উত্তর বঙ্গের সাতটি জেলার জেলা ম্যাজিস্ট্রেট এই অঞ্চল গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন,'' দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সূত্র থেকে একথা জানা গেছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএম-দের নির্দেশ দিয়েছেন তারা যেন আধিকারিকদের সমস্ত রকম ভাবে সাহায্য করেন, একথা জানিয়েছেন একজন উচ্চপদস্থ আধিকারী।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, তোর্সা নদী বিপদ সীমার পাশ দিয়ে বইছে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। 

ভারত আবহাওয়া দফতর (আইএমডি) -এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ সকাল 8.30 টা পর্যন্ত অৰ্থাৎ গত চব্বিশ ঘন্টায় কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 78.6 এমএম এবং সেই একই সময়ে জলপাইগুড়িতে 96.1 এমএম বৃষ্টি হয়েছে।

আগামী কাল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই ভারী বর্ষণ শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে, জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.