This Article is From Apr 25, 2019

হাওড়া আদালতে সংঘর্ষ: শুক্র থেকে সোম কর্মবিরতির ভাবনায় আইনজীবীরা

প্রসঙ্গত, হাওড়ার আদালতের এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাইকোর্টের আইনজীবীরাও কাজে যোগ দেননি।

হাওড়া আদালতে সংঘর্ষ: শুক্র থেকে সোম কর্মবিরতির ভাবনায় আইনজীবীরা

ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

কলকাতা:

হাওড়ার জেলা আদালতের উকিলদের ওপর আক্রমণের যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদের রাজ্যের বার কাউন্সিল এর পক্ষ থেকে বৃহস্পতিবার সমস্ত আআলতের বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করা হল যাতে তারা সকলে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আদালত সংক্রান্ত সমস্ত কাজ স্থগিত রাখেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এই ঘটনাটি নিয়ে একটি রিপোর্ট চেয়েছেন। প্রসঙ্গত, হাওড়ার আদালতের এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাইকোর্টের আইনজীবীরাও কাজে যোগ দেননি। বুধবার হাওড়া পুরসভার কর্মীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষিপ্ত বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবও দোষীদের শাস্তির দাবিতে প্রবলভাবে সরব হয়েছেন।

রাজ্যে 'সন্ত্রাস'-এর প্রতিবাদে হাজরা মোড়ে অভিনব হেলমেট মিছিল বিজেপির

তাঁর কথায়, “আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সমস্ত বার অ্যাসোসিয়েশনকে তাদের কাজ স্থগিত রাখার ব্যাপারে অনুরোধ জানিয়েছি আমরা”। তিনি আরও বলেন, সোমবার পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।

প্রথম ভোটার ছেলের সামনেই কুপিয়ে খুন করা হল টিয়ারুলকে

বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্যও এই ঘটনার বিরুদ্ধে সরব হন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন জানিয়েছেন, এই ঘটনা সংক্রান্ত সমস্ত রিপোর্ট অবিলম্বে পেশ করতে হবে তাঁর কাছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.