This Article is From Dec 03, 2018

নৌ দিবসের মহড়ায় দুর্দান্ত স্কিলের প্রদর্শনী দেখালো সেনা

রবিবার ওই মহরর সময়ে নৌবাহিনীর অফিসারদের পারফর্ম্যান্স ছিল চোখধাঁধানো। সৈন্যেরাও বেয়নেটে আগুন জ্বলন্ত অবস্থায় শূন্যে বন্দুক চালনা দেখান।

নৌ দিবসের মহড়ায় দুর্দান্ত স্কিলের প্রদর্শনী দেখালো সেনা

নৌ দিবসের মহরা

মুম্বই:

মঙ্গলবার মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে সমুদ্রে নিজেদের দুর্দন্ত স্কিলের প্রদর্শনী দেখালো নৌবাহিনী। একটি নৌবাহিনীর হেলিকপ্টার ওই সৌধের উপরে জাতীয় পতাকার রঙের রঙের আলো ছড়ালো সুন্দর ভাবে। নীচে তখন সদা পোশাকে সৈন্যদের মহরা চলছে। তাদের উপরে তিরঙ্গা ওই আলো এসে পড়ে।

দক্ষিণ মুম্বইয়ে ওই মহরা দেখতে বহু মানুষ জমায়েত হন। রবিবার ওই মহরর সময়ে নৌবাহিনীর অফিসারদের পারফর্ম্যান্স ছিল চোখধাঁধানো। সৈন্যেরাও বেয়নেটে আগুন জ্বলন্ত অবস্থায় শূন্যে বন্দুক চালনা দেখান।

ট্রায়াল রানেই ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে ছুটল ট্রেন ১৮!

১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে নৌ দিবস এ ভাবেই পালিত হল। সে বার পশ্চিম বন্দরে ভারতীয় যুদ্ধজাহাজ পাকিস্তানিদের দ্বারা আক্রান্ত হওয়ার পরে ভারতীয় সেনাও যোগ্য জবাব দিয়েছিল। নৌ সেনা করাচি বন্দরে অনেক অ্যান্টি শিপ মিসাইল ফায়ার করেছিল। ফলে পাকিস্তানের নৌ বন্দর কার্যত বন্ধ হয়ে যায় এবং তাদের বন্দর যোগাযোগের মাধ্যমে আসা উপাদান পৌঁছনো আটকে যায়।

ভারতের বন্দর এলাকার সুরক্ষা প্রতিষ্ঠা এবং মানবতামূলক মিশনে নৌ সেনার অবদানও পালিত হয় নৌ দিবসের অনুষ্ঠানে।

bipp0gcg

 

নৌ দিবস:জাতীয পতাকার রঙে রঞ্জিত গেটওয়ে অফ ইন্ডিয়া

পাইলটরা ‘অসুস্থ' ১৪ টি বিমান বাতিল করল জেট

গত বছর নিউ দিল্লির নেভি হাউসে তাদের অ্যাওয়ার্ড উইনিং উদ্ভাবনীগুলি প্রদর্শনী করে রাখা হয়েছিল।

আরও খবর দেখুন এখানে

 

.