
কিন্তু সারমেয়কে তো আর সেবাযানে উঠতে দেওয়া যায় না!
রাস্তায় পড়ে গিয়েছেন মালিক! গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। কিন্তু সেবাযানে তোলাই যাচ্ছে না ওই তরুণীকে। কারণ একটাই, বাধা দিচ্ছে তাঁর সারমেয়। শুধু বাধা দেওয়া নয় সে নিজেও উঠে যাচ্ছে সেবাযানে। দীর্ঘ সময় ধরে এমনই ঘটনা ঘটল চিনের দাইকিংয়ের রাস্তায়।
কিন্তু সারমেয়কে তো আর সেবাযানে উঠতে দেওয়া যায় না! অনেকক্ষণ ধরে সারমেয়কে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক ও নার্সরা। কিন্তু শেষমেশ কিছুতেই তাকে নামানো গেল না তাকে। নিয়ে যেতে হল হাসপাতালে। কিন্তু শেষমেশ সবই মিটল ভালয় ভালয়।
Click for more trending news