Viral: সর্পতে রজ্জুভ্রম! সব সময় কি তা সত্যি? দেখুন ভিডিও

এখনও পর্যন্ত এই ভিডিওর ভিউ হয়ে গিয়েছে ১০ লক্ষেরও বেশি। ২৭ সেকেন্ডের ভিডিওটি ১৪ নভেম্বর ইউটিউবে আপলোড করে ক্রাফু টিভি।

Viral: সর্পতে রজ্জুভ্রম! সব সময় কি তা সত্যি? দেখুন ভিডিও

Viral: ছোট বাচ্চারা লাফান-দড়ি খেলছে আস্ত সাপ দিয়ে!

ছোটবেলায় লাফান-দড়ি খেলা কে না খেলেছে? কিন্তু তা বলে দড়ির জায়গায় সাপ (Snake) নিয়ে লাফান-দড়ি! এমনও হয়! এই মুহূর্তে ইন্টারনেটে এমনই এক ভিডিও ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। ছোট বাচ্চারা লাফান-দড়ি খেলছে আস্ত সাপ দিয়ে! তবে ভরসার কথা যে, সেই সাপটি বেঁচে নেই। ভিডিওটি দেখলে সত্যিই চমকে উঠতে হয়। বাচ্চাদের ওই খেলার ভিডিও তোলেন এক মহিলা। তারপর তিনিই আপলোড করে দেন সেটি। ‘খলিজটাইমস.কম'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই ভিডিও ভিয়েতনামের। ওখানে সাপের দৌরাত্ম্য খুব বেশি। ঘরে ঘরে সাপের দেখা মেলে। ফলে সকলেই অভ্যস্ত হয়ে ওঠে তাদের সাহচর্যে। অথচ বিষাক্ত সাপের সংখ্যাও নেহাত কম নেই।

দেখুন ভিডিও:

Newsbeep

এখনও পর্যন্ত এই ভিডিওর ভিউ হয়ে গিয়েছে ১০ লক্ষেরও বেশি। ভিডিওয় দেখা যাচ্ছে, বাচ্চারা একটা সাপকে দড়ির মতো করে ধরে লাফান-দড়ি খেলছে। ২৭ সেকেন্ডের ভিডিওটি ১৪ নভেম্বর ইউটিউবে আপলোড করে ক্রাফু টিভি।

ভিডিওটি নিয়ে জোর আলোচনা চলছে টুইটারে। অনেকেই ভিয়েতনাম সরকারকে এব্যাপারে কড়া পদক্ষেপ করতে বলেছেন। যদিও জানা যায়নি, সাপটিকে কে মেরেছে বা ভিডিওটি কে তুলেছে।

Click for more trending news