
করোনা সংক্রমণ প্রতিরোধে নিউ ইয়র্কের মেয়রের ভূমিকা কী? সোমবার এই বিষয়ে আলোচনা করতে ভাই ক্রিসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অ্যান্ড্র।
কে মায়ের প্রিয়? সব সংসারেই দুই সন্তানের মধ্যে শৈশবে এই তরজা চলে। কিন্তু সেই তরজা লাইভ টিভিতে সম্প্রচারিত (CNN Live Telecast) হবে! কখনও ভেবেছেন কী? এমন কাণ্ড করলেন খোদ নিউ ইয়র্কের মেয়র (New York's Mayor) অ্যান্ড্র কুওমো ও তাঁর সাংবাদিক ভাই ক্রিস কুওমো। সোমবারের সম্প্রচারিত সেই সাক্ষাৎকার এখন নেট দুনিয়ার কাছে হাসির রসদ। দা হিলের প্রতিবেদন মোতাবেক, করোনা সংক্রমণ প্রতিরোধে নিউ ইয়র্কের মেয়রের ভূমিকা কী? সোমবার এই বিষয়ে আলোচনা করতে ভাই ক্রিসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অ্যান্ড্র। সিএনএন সেই অনুষ্ঠান লাইভে সম্প্রচারিত করে । বিষয় প্রসঙ্গে কার্ফু শব্দটি উচ্চারণ করেন সঞ্চালক ক্রিস। আর এতেই আপত্তি তুলে শৈশবে বাবার শাসনের প্রসঙ্গ তোলেন ডেমোক্র্যাট নেতা তথা নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্র কুওমো।
এমনকি বাবার সেই শাসন থেকে ছোট ভাই ক্রিস ছাড় পেয়ে যেত, এই বিষয়টা তাঁকে আরও বেদনা দিত, এমন মন্তব্য করতে দেখা গিয়েছে মেয়রকে। অনুষ্ঠানের মধ্যেই সঞ্চালক খানিকটা অভিমানের সুরে বলে ওঠেন, "আপানার মাকে ফোন করা উচিত। উনি আপনাকে শুনতে চায়। আপনি যত ব্যস্ত হয়ে উঠুন না কেন, মাকে ফোন করার সময় বের করে নিতেই হয়। শুধু এটাই আপনাকে বলার ছিল।" এই প্রসঙ্গ উঠতেই মেয়র বলেন, আমি মাকে ফোন করেছিলাম। তিনি বলেছেন আমি তাঁর সবচেয়ে প্রিয়। আর ক্রিস্টোফার শুনে রাখ, তুমি দ্বিতীয় প্রিয়।
দেখে নিন সেই ভিডিও:
I'm screaming that these brothers are literally having an argument on live telly about who's their mum's favourite son,amongst an international pandemic I- pic.twitter.com/yn97oldq7a
— jack rem x (@jackremmington) March 17, 2020
টুইটারে দুই সহোদরের এই খুনসুটি দেখে বেশ আপ্লুত নেট দুনিয়া। লাইকস, কমেন্ট ও শেয়ারের বন্যায় ভেসেছে সেই ভিডিও।
“You've blown the credibility of the entire interview.” dramatic. Just like a kid sibling.
— blank (@iamemilymoses) March 17, 2020
This is exactly the kind of argument that my brother and I used to get into.
— Foxhack / Dave Silva (@Foxhack) March 17, 2020
This is GENUINE, true brotherly love.
“Call mom she wants to hear from you” idk why that's so funny
— $10? next time make it $20 (@TashurRaquel) March 17, 2020
জানা গিয়েছে অ্যান্ড্রু ও তাঁর ভাই ক্রিস নিউ ইয়র্কের প্রয়াত গভর্নর মারিও কুওমো ও তাঁর স্ত্রী মাটিল্ডার সন্তান।
Click for more trending news