This Article is From Aug 10, 2019

ভয়ানক: আস্ত বাদুড় গেল মাকড়সার পেটে! দেখে শিউরে উঠবেন আপনিও

আপনি কি দুর্বল চিত্তের? মাকড়সা দেখলে ভয় পান? তাহলে এই ভিডিও আপনার জন্য নয়।

ভয়ানক: আস্ত বাদুড় গেল মাকড়সার পেটে! দেখে শিউরে উঠবেন আপনিও

মাকড়সার জালে বাদুর! লড়াইয়ে জিত মাকড়সার

টেক্সাস:

আপনি কি দুর্বল চিত্তের (faint-hearted)? মাকড়সা দেখলে ভয় পান? তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। যদি আপনার শরীরে ভয়-ডরের লেশ না থাকে তাহলে একবার দেখুন একটা মাকড়সা কত ভয়ানক হতে পারে! নিজের বিছানো জালে এক বাদুড় জড়িয়ে পড়তেই কীভাবে তাকে খেয়ে ফেলল....দেখলেই গা শিউরে উঠবে শুধু আপনার নয়, সবারই। বুধবার টেক্সাসের (Texas) আন্তে আলানিজ গুয়াজারডো (Annette Alaniz Guajardo) সোশ্যালে এই ছবি পোস্ট করেন।  ওই দিন সকালে কাজে বেরনোর সময় তিনি দেখেছিলেন, মাকড়ার জালে জড়িয়ে পড়েছে বাদুড়টি। সন্ধেয় কাজ থেকে ফিরে দেখেন বাদুড়টি মৃত (bat was dead)! 

Viral: মুখ ঢোকাতেই ইলেকট্রিক শক! বেচারি বিড়ালের দশা দেখুন

ভিডিও পোস্ট করার পর গুয়াজারডো লেখেন, "গতকাল কাজে যাওয়ার সময় বাড়ির পাশে মাকড়সার জালে বাদুড়কে জড়িয়ে যেতে দেখেছিলাম। ফেরার সময় দেখি এই কাণ্ড! বিশালাকার মাকড়সাটি তার থেকেও বড় বাদুড় খেয়ে সাবড়ে দিয়েছে!" 

গুয়াজারডো দুটি ভিডিও পোস্ট করেন:

নানা মন্তব্য ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

কুকুরকে স্নান করাচ্ছে শিম্পাঞ্জি! এমন বিরল দৃশ্য কোনোদিন দেখেছেন?

পতঙ্গ বিজ্ঞানী ম্যাট বের্টন এবিষয়ে জানিয়েছেন, গুয়াজারডো আরজিওপে অরানটিয়া প্রজাতির মাকড়সা দেখেছিলেন। এই ধরনের মাকড়সা বড় পতঙ্গ বা ছোট প্রাণীকেও খেয়ে নেয়।

চলতি বছরের জুনে একটি মাকড়সাকে নাকি আস্ত ইঁদুর খেতে দেখা গেছিল। 

Click for more trending news


.