This Article is From Jul 15, 2019

হিংসায় উত্তপ্ত কাঁকিনাড়া, বিপর্যস্ত ট্রেন চলাচল

লোকসভা নির্বাচনের সময় থেকেই কাঁকিনাড়া এবং ভাটপাড়া বারবার উত্তপ্ত হয়েছে।

হিংসায় উত্তপ্ত কাঁকিনাড়া, বিপর্যস্ত ট্রেন চলাচল

সপ্তাহের প্রথমদিন রেল পরিষেবায় বিঘ্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। (ফাইল)

কাঁকিনাড়া:

হিংসায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া। অশান্তির জেরে ব্যারাকপুর-নৈহাটি শাখায়ট্রেন চলাচল ব্যাহত বলে জানিয়েছেন পূর্ব রেলের এক আধিকারিক। সোমবার সকালে এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় অশান্তি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় রাফ।এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল ৯.০৫টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে একটি গোষ্ঠী। যার জেরে দু ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। যার জেরে দেরীতে চলে বহু ট্রেন। সপ্তাহের প্রথমদিন রেল পরিষেবায় বিঘ্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। ২০টি লোকাল ট্রেন বাতিল করে দিতে হয়, দুজোড়া ট্রেনের গতিপথ কমিয়ে দেওয়া হয় এবং, তিনটি এক্সপ্রেস ট্রেন মাঝপথে আটকে পড়ে।

আধিকারিকরা জানান, সপ্তাহের প্রথমদিনে যাত্রীদের দুর্ভোগ কমাতে আপ লাইনে ব্যারাকপুর এবং ডাউন লাইনে নৈহাটি পর্যন্ত রেল পরিষেবা চালু রাখার চেষ্টা করে পূর্ব রেল কর্তৃপক্ষ।

লোকসভা নির্বাচনের সময় থেকেই কাঁকিনাড়া এবং ভাটপাড়া বারবার উত্তপ্ত হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.