This Article is From Oct 18, 2019

ভুটানের স্মৃতিসৌধের মাথায় ভারতীয় পর্যটকের চড়া নিয়ে প্রবল বিতর্ক, আটক অভিযুক্ত

ভিডিও (Indian Tourist Climbing Stupa) পোস্ট হওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

অভিজিতের পাসপোর্ট আরবিপি বা রয়্যাল ভুটানি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

নয়াদিল্লি:

অসংবেদনশীলতা প্রদর্শন করে বেকায়দায় পড়লেন এক ভারতীয় বাইকার। ভুটানের এক গম্বুজাকৃতি স্মৃতিসৌধের (stupa) উপরে উঠতে দেখা গেল তাঁকে। টুইটারে ওই ভিডিও (Indian Tourist Climbing Stupa) পোস্ট হওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ভুটান ও ভারত, দুই দেশেই। ‘দ্য ভুটানিজ'সংবাদপত্রের তরফে ওই ভিডিওটি টুইট করা হয়। ওই পর্যটকের পরনে ছিল কালো জ্যাকেট ও জিন্স। সঙ্গে প্রোটেক্টিভ বাইকিং গিয়ার। তাঁকে দোচুলার ওই স্মৃতিসৌধতে উঠে পড়তে দেখা যায়। ভুটানের রাজধানী থিম্পু থেকে ২০ কিমি দূরে অবস্থিত দোচুলা। এখানে সব মিলিয়ে ১০৮টি স্তূপ রয়েছে। এগুলি ‘অপারেশন অল ক্লিয়ার' সেনা আক্রমণে শহিদ হওয়া ভুটান‌ের সেনাদের স্মৃতিরক্ষার্থে নির্মিত।

অন্য একটি ছবিতে দেখা গিয়েছে, এক ভুটানি ছুতোর এক ধর্মীয় সৌধ চোর্টেনের উপরে উঠে বসে রয়েছে। তাকে থুঁজছে স্থানীয় পুলিশ।

অযোধ্যা মধ্যস্থতায় গররাজি মুসলিম মামলাকারীরা, শুরু নতুন জল্পনা

ওই সংবাদপত্র জানিয়েছে, বাইকারটিকে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম অভিজিৎ রতন হাজারে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। দ্বিতীয় ছবিতে যে ভুটানি ছুতোরকে দেখা যাচ্ছে, তাঁর নাম জাম্বে। তিনি চর্টেন মেরামতির কাজ করেন। ‘দ্য ভুটানিজ'-এর তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে।

ওই সংবাদপত্র থেকে জানা যাচ্ছে, ১৫টি বাইকের এক কনভয় ভুটানে এসেছিল। তার নেতৃত্বে ছিলেন এক ভুটানি দলনেতা। সেই দলেই ছিলেন অভিজিৎ। দোচুলায় তাঁরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখনই ওই ঘটনা ঘটে। ভুটানি দলনেতা এ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি তখন বাইকগুলির পার্কিংয়ের ব্যবস্থা করছিলেন।

Viral: এক বাঘিনীর জন্য দুই বাঘের ‘হিংস্র' লড়াই, ভিডিও জিতল ইন্টারনেট

অভিজিতের পাসপোর্ট আরবিপি বা রয়্যাল ভুটানি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তাঁকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এদিন থেকেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এও জানা গিয়েছে, অভিজিৎকে এখানে নিয়ে আশেন জাম্বে। এবং তাঁকে গম্বুজে চড়ার সুযোগ করে দেন তিনি। তাঁকে পুলিশ খুঁজছে।

ভুটানে আসতে গেলে ভারতীয়দের কোনও ভিসা লাগে না। কিন্তু অন্তত ছ'মাসের বৈধতা রয়েছে এমন পাসপোর্ট অথবা ভোটার কার্ড রাখতে হবে সঙ্গে।

‘দ্য ভুটানিজ'-এৱ সম্পাদক তেনজিং লামসাং প্রথম এই ঘটনার ব্যাপারে সকলকে অবগত করেন।

প্রিয়া প্রকাশের সঙ্গে 'শ্রীদেবী বাংলো'তেও দেখা যাবে তাঁকে। আগামী দুটি নতুন সিনেমা নিয়ে NDTV-র সঙ্গে আলাপচারিতায় কী বললেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়? দেখুন ভিডিও—

.