This Article is From Jun 10, 2019

চলে গেলেন প্রবীণ অভিনেতা-নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাড

চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চের কিংবদন্তী অভিনেতা গিরিশ কারনাড (Girish Karnad)। আজ সকালে বেঙ্গালুরুতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর।

চলে গেলেন প্রবীণ অভিনেতা-নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাড

Girish Karnad: আজ সকাল সাড়ে ছটায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর

বেঙ্গালুরু:

বেঙ্গালুরু: চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চের কিংবদন্তী অভিনেতা গিরিশ কারনাড (Girish Karnad) । আজ সকাল সাড়ে ছটায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর (Girish Karnad Age)। বহু জনপ্রিয় ছবির পরিচালক ছিলেন তিনি। পাশাপাশি,  তিনি ছিলেন কন্নড় ভাষার সাহিত্যিক।

১৯৩৮-এর ১৯ মে মু্ম্বইয়ে জন্ম বহু প্রতিভাসম্পন্ন এই শিল্পীর। ১৯৬১ সালে তাঁর লেখা 'যযাতি' নাটকের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রডেশ স্কলার সম্মান জানান এই কিংবদন্তি অভিনেতা নাট্যকারকে। এছাড়াও, 'তুঘলক' (১৯৬৪), 'হায়াভরণ' (১৯৭২) নাটক দুটি তাঁর জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। দেশের এই অন্যতম কৃতী রত্নকে ভারত সরকারের পক্ষ থেকে ১৯৭৪ সালে পদ্মশ্রী আর ১৯৯২-এ পদ্মভূষণ সম্মান জানানো হয়।

মঞ্চের পাশাপাশি গিরিশ প্রতিভার ছাপ রাখেন ছবির দুনিয়াতেও। ১৯৭০ সালে কন্নড় ছবি 'সংস্কার'-এ প্রথম অভিনয় করেন তিনি। ওই ছবিতেই চিত্রনাট্যকার হিসেবে তাঁর হাতেখড়ি হয়েছিল। 

গিরিশ কারনাডের মৃত্যুর (Girish Karnad Death) খবর পেয়েই (Girish Karnad News) বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের মধ্যে অন্যতম সাহিত্যিক অমিতাভ ঘোষ ট্যুইটারে লেখেন, 'আজ সকালে আরও এক ইন্দ্রপতন। চলে গেলেন নাট্যকার-অভিনেতা-সাহিত্যিক গিরিশ কারনাড। তাঁর প্রয়াণে শোক জানানোর ভাষা নেই। গভীর সমবেদনা জানাই তাঁর পরিবারকে।' 

ট্যুইটে শোকবার্তা পাঠান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়াও। তিনি বলেন, 'চলে গেলেন (Girish Karnad Death) জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত ড.গিরিশ কারনাড। অভিনয় জগত কোনোদিনই ভুলবে না তাঁর অবদান।  তিনি ছিলেন দেবী সরস্তাঁবতীর বরপুত্র। তাঁর বহু লেখা সমৃদ্ধ করেছে সারস্বত দুনিয়াকে। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

.