This Article is From Mar 21, 2019

ভারতের বিরুদ্ধে আর কোনও হামলা হলে তা পাকিস্তানকে সমস্যায় ফেলতে পারে, জানাল আমেরিকা

ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরে হানার ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রবলভাবে চায়, পাকিস্তান এই সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিক, তা একদম সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ।

ভারতের বিরুদ্ধে আর কোনও হামলা হলে তা পাকিস্তানকে সমস্যায় ফেলতে পারে, জানাল আমেরিকা

পাকিস্তান জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, তা চায় আমেরিকা

ওয়াশিংটন:

সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে রীতিমত সতর্ক করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তার সঙ্গে এই কথাটিও জানিয়ে দিল যে, ভারতের বিরুদ্ধে আর একটি সন্ত্রাসবাদ হানা হলে তা পাকিস্তানের পক্ষে ‘অত্যন্ত সমস্যার' কারণ হয়ে উঠতে পারে। বুধবার হোয়াইট হাউজের এক পদস্থ কর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আমরা দেখতে চাই, পাকিস্তান বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং কড়া পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো সংগঠনদের বিরুদ্ধে। যাতে অন্তত এটুকু নিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে, ওই ভূখণ্ডে সন্ত্রাসবাদের কারণে আর নতুন করে ওখানে এবং অন্য কোথাও কোনও সমস্যার সৃষ্টি হচ্ছে না”।

তিনি আরও বলেন, এছাড়া, পাকিস্তান যদি এই জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা না নেওয়ার ফলে নতুন কোনও জঙ্গি সংগঠন উঠে এসে টেনশনের বাতাবরণ তৈরি করে দুই প্রতিবেশি দেশের মধ্যে, তাহলে তা সকলের পক্ষেই খারাপ। এই টেনশন কোনওভাবেই কাম্য নয়।

জম্মু-কাশ্মীরের ক্যাম্পে ৩ সিআরপিএফকে গুলি করে আত্মহত্যার চেষ্টা জওয়ানের

ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরে হানার ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রবলভাবে চায়, পাকিস্তান এই সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিক, তা একদম সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ।

“যদিও, পুরো ব্যাপারটি সম্বন্ধে কথা বলার সময় এখনও আসেনি, তবে পাকিস্তান কিছু প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। জইশ-ই-মহম্মদের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের ওপর প্রশাসনিকভাবে দখল নিয়েছে। এই ব্যাপারগুলিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছি”, বলেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.